ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

ক্যানভাস
---------গৌতম সমাজদার।
তুমি প্রায়ই বলতে
   মন মিথ্যে বলে,বলায়--
   ইনিয়ে বিনিয়ে রামধনু ছড়ায়--
   র‌ঙীন ফানুসে পৃথিবী ভরায়।
আমি তর্ক জুড়ে বলতাম,
      হৃদয়‌ই তো হাল,
      যা ভাবে তাই করায়
       ভাসায়, নোঙর এ জড়ায়।
তুমি বলতে সোহাগ ভরে
        শরীর কখনো মিথ্যে বলেনা,
         মিথ্যে বলায় না সতর্ক মুহূর্তেও।
শরীরের রং ক্যানভাসে আঁকা যায় না
        বলতে তুমি, শরীর নিজেই ক্যানভাস
         যতখুশি তুলির আঁচড় টানো--
         মন না চাইলেও ভেসে যাও,
          শুধুই ভেসে যাও.......।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন