নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

রাত থেকে অতীতে


ক্ষতের হিসাব কষতে গিয়ে কখন দেখি উপন্যাস লিখেছি রাত্রি জুড়ে।

অদ্রাব্য স্বপ্নেরা প্রতিফলিত হতে থাকে প্রহরের পৃষ্ঠায়,

অঙ্কুরিত হয় অদেখা বিষন্নতা।

নিদ্রাচ্ছন্ন শহরটা যখন নিস্তব্ধতা বোনে রাতের সুতোয়,

আমি তখন কবিতায় খুঁজে ফিরি অগোছালো জীবনটাকে।


ছন্দের তীর ঘেঁষে হাঁটতে হাঁটতে এসে পড়ি অতীতনগরে,

দেখা মেলে অজস্র অগঠিত প্রতিশ্রুতির ।

এভাবেই নোনতা স্বাদে মন ভরায় ঠোঁটের স্পর্শকোষ।

যেমনটা অবিরাম চলে সমুদ্রের বুকে। 



------------অতনু রায়


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন