নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

আমন্ত্রিত কলম

উড়ন্ত চাঁদের বৃত্তনাল
------------------------------
অনুরূপা পালচৌধুরী


আসক্ত অবসাদের চাদরে জমে থাকা গতমেঘের উর্বর মাটি
আরো ১টা তুমি ভেদ : একুইনাস
সেসব কথার পদপৃষ্ঠ বিষবাউল
নেশাখোর আয়নার চলাচল। ছিন্ন করি মৃতদেহ
চিনতে চিনতে গলীয় অজগরের গতিপথ
ক্রমশ গড়ায় শিকড়ভাজা জ্বরনামা
এসো অপলক জিভের গ্রহণরতি
       
            মুহুর্তের ঘুমপথে অবশ পায়ের শীত্কার


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন