◆◆কেউ কি বুঝেছে ◆◆
মুখভার করা আকাশটা জুড়ে
শুধুই মনখারাপের বিজ্ঞাপন
সরু আলপথ ধরে হেঁটে আসা শালিক দুটোও রাতজাগা চোখে কাকে যেন খুঁজছে
এদিক ওদিক তাকিয়ে,
তালগাছের পাতারা ঝাঁকড়া চুল দুলিয়ে যেন
আকাশকে বোঝাতে ব্যস্ত----জীবনের মানে।
একঝাঁক পায়রা উড়েছে আকাশের দিকে
বাতাসের কোল ঘেঁষে,
উৎসাহব্যঞ্জক কিছু শব্দ মুখে নিয়ে।
অথচ,কাল পর্যন্ত আকাশের বুক জুড়ে ছিল
প্রশান্তির হাসি
চোখে অন্তহীন স্বপ্ন.....প্রেম।
তবে আজ হঠাৎ তার কি হল?
উত্তর জানেনা কেউ
নদী,ধূলোমাখা শহর,আমি-তুমি আর
সেই মাঝি,
যে উজানে নৌকো দিয়েছে ভাসিয়ে,সে ও না।
আজ সাত বসন্ত পেরিয়ে
আকাশের বুকে আর্তনাদ...চোখে জল।
নীলচে অনুভূতিরা হিমাঙ্করেখার নীচে
স্তরীভূত বরফ কেলাস,
ঝরে পড়ে......
ঝরে পড়ে এ জন্মের সুখ
হাসি-কান্না, বিরহ।
আচ্ছা, কেউ কি খুঁজেছে আকাশের প্রেম??
বুঝেছে যন্ত্রণাসুখ
আবেগের দীর্ঘশ্বাস ।
ভাঙা গোয়ালে থাকা পাগলটা হয়তো বুঝেছে, তাই তো
মাটিতে আঁচড় কাটে,আর
আকাশের দিকে চায়,
আবার কাটে
বিড়বিড় করে বলে....
তোর প্রেমও অমর হবে,
সব না বলা শব্দ হয়ে ।।
---------------------সন্দীপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন