ভুলেছিস কি আমায়?
যতবার, যতবার তুই আমাকে কিছু বলতে চেয়েছিস—
আমি ততবারই হেসে উড়িয়ে দিয়েছি,
পাত্তা দিইনি,কেয়ার করিনি,
কিছু বলার মুডে থাকলে
মুখ ঘুরিয়ে রাগ দেখিয়েছি,
কথা ঘুরিয়েছি।
তুই বলতে চেয়েছিলিস—
আমি জানি কি কথা তোর মুখে এসেছিল–
লোক লজ্জার ভয়ে,আত্মসম্মানের তাগিদে
তোকে খ্যেস্যা করেছি,
পরে বারান্দার রড ধরে নিজেই কেঁদেছি।
তোকে সে কথা বলতে দিইনি,
আড়ালে আবডালে লুকিয়ে গেছি।
ছেড়ে চলে এসেছি অনেক পথ
ভুলে যাবার চেষ্টা করেছি অহর্নিশ
ভোলা কি অত সহজ? যে ভুলে যাব—
আমি নিশ্চিত তুই ও আজ আমায় ভুলিসনি।
খাতায় লিখতে গিয়েও চোখ বুজি
চোখের কোনদিয়ে যেন অশ্রু না বেরোয়
মনকে বোঝাতে পারিনি
বুকের ভিতরটা এখনও ডুকরে ডুকরে কাঁদে...
বারবার এক প্রশ্ন মনে জাগে..
সত্যিই ভুলে গেছিস আমায়?
ভুলেছিস কি আমায়?
---------------মানসী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন