| তাই একা লাগে |
চাওয়া পাওয়ার মধ্যবর্তী সীমানায় দাড়িয়ে
আমি প্রতীক্ষার প্রহর গুনি
তখন ঘড়ির টিকটিকে
আয়ু বয়ে চলে
কাফেনের চাদর মুড়িয়ে ভুলে যাই
বিষাক্ত গোলাপের করুণ আভা
উষার স্বপ্ন জড়িয়ে
যে শিশির কনা জমা হয়
তাতে কাদম্বরীর দীর্ঘশ্বাস খুঁজতে গিয়ে
হারিয়ে ফেলেছি রবির প্রাণশক্তিকে
তাই বড়ো একা একা লাগে।।
----------সুদীপ্তার কলম থেকে
তোমার যেসব লেখা আমাকে পাঠিয়েছো তার সবই আমি মন দিয়ে পড়েছি,ভালোও লেগেছে। একজন সফল কবি হও তুমি,তোমার কলম
উত্তরমুছুনদিয়ে অনেক ভালো লেখা বেরুক,এই আমার প্রার্থনা।