নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

বসন্ত সেনা।
 -----------অরূপ ।

 আবির টা ছড়িয়ে দিয়েছিলে আগেই,
তবু রং আজ ফ্যাকাশে, গোধূলীর আকাশে।
বসন্তসেনার দিক পরিবর্তন অনেক সহজ
স্থবিরতা টা আমার থাক 
সবই কি থাকবে প্রকাশ্যে 
পেইন কিলারে কাজ হয়না 
অভিমানের নেই ভাষা ,সব ভাষা  যদি মুখেই থাকে চোখের কাজ কি শুধুই কান্না ?
যদিও কংক্রিটে মজে মন 
তাতে কি অনুভূতি ফেরানো যায় না?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন