ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

ইরাবতীর চুপকথা রিভিউ কলম

      | ইরাবতীর চুপকথা |
----------------------------সুদীপ্ত সেন

যে মেয়েটা রোজ সকালে সবার আগে উঠছে গেয়ে তানপুরা
সেই মেয়েটা খোঁজ রেখেছে চায়ের স্বাদ আর নতুন নতুন আনকোরা।

ইরাবতী ঠিক জেনেছে কোন বোনের কী লাগবে আজ
ইরাবতী খবর রাখে ভাতের ফ্যান আর বাড়ি- ঘরের সবুজ সাজ।

দাদার কাছে ইরাবতী ভরসা সাজে নিত্যদিন,
ইরাবতী পিসিও ভালো আবার গানের দিদি খুব রঙিন।

ঠাম্মা জানে কেমন রকম ইরাবতী'র কষ্ট টা
গেটের আগে দোকান মালিক আর মালকিনও বোঝে সবটা।

আপদ গুলো প্রতিটা দিন আলগোছে নেয় চায়ের স্বাদ
স্বার্থলোভী বুঝবে কবে ইরবতী পেরতে জানে সকল ঘাত।

বত্রিশের মেয়েটি জানে কীভাবে কেমন ভাঙতে হয়
ভেতর ভেতর ভাঙছে ইরা, এবার নিভুক চুপকথা,ইচ্ছেরাখা ভালোবাসায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন