ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮

কবিতা :-বরং একটা গাছ হই

কবি :- আবিরলাল মুখোপাধ্যায়


তারপর আবার তুমি আসবে বিহানবেলায়...
আমার অরক্ষিত যৌবনকে ছুঁয়ে দিতে,তোমার মেঘবরন চুল আবার আমার শরীরে নামবে এলোপাথাড়ি।

খরস্রোতা তিস্তার মত তোমার চুলের প্রত্যেকটা খন্ডক থেকে আজীবন বয়ে আনা ক্লেষ, জীর্ণতা চুঁইয়ে  পড়বে।।

নীল বিষ আক্রান্ত হবো আমি!!
তাই কতবার বলেছি তোমায় ---- গাছ হয়ো।

গাছের মত নিটোল হয়ো, প্রাঞ্জল হয়ো, 

ঠিক যেমন প্রত্যেকটা  সূর্যোদয়ের প্রাক্কালে গাছ তার সব অতীত ভুলে নতুন নতুন শাখা মুকুলিত করে! কুঁড়ি  ফোটায়।

আর তুমি? রোজ রাতে অবাঞ্ছিত ডুবিয়ে দাও আমায় বিষাক্ত অতীতে।  ভালোবাসো বলে?  কৈ গাছ তো কখনো দাবি করে না।। কেবল দেখে অপলক,,,
তার শিকড়ের  সকল জীর্ণতা, বিমর্ষতা দুঃখকে পুঁটুলি বেঁধে রাখে সে,
তারপর অতন্দ্র প্রহরীর মত  জাগিয়ে রাখে জাইলেমকে নিরন্তর।

একটা নতুন সকালের জন্য অপেক্ষা।।
আরো একটা মুকুল তৈরির পালা,  সূর্য উঠেছে যে।।

প্রিয়তমা, প্রিয়তমষু চলো চলো গাছের মত নিটোল হই, গাছের মত শান্ত হই,  গাছের মতো চিকন সবুজ  হই,,,,
না না -----
বরং একটা গাছ হই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন