ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

আসুক ফিরে
সৈয়দ মহঃ সবির আলি

মনের কবিতা উঠেছে গর্জে প্রতিটি কলমে,যুদ্ধে,
জেগে উঠুক চেতন চেতনা আমার ভাবের ছন্দে।
ফিরে আসুক বন্য সমাজ,
সেই সভ্যতার আদি কালে,
যেখান থেকে বাঁচব আবার-----,
উঠবে জ্বলে সত্য মশাল।
তাই তো বলি আসুক ফিরে,
সততা ভরা জীবন যাপান,
এ সমাজে বিষ মিশেছে,
সমাজ টা আজ ভীষন কৃপণ।
সেখানে ফুটবে স্বাধীন পতাকা,
মুক্তি পাবে স্বাধীন হাজার কবিতা।
গুহার দ্বারে আঁকব ছবি,
গাছেরা বলবে ছবির কবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন