সহজ কথা
আবির মুখোপাধ্যায়
কেন ভীষন শব্দ দাগো প্রেমের নামে?
এত জটিল! অঙ্ক নাকি ভালোবাসা?
সরল করো কাঠগোলাপের গন্ধ মতে,
সন্ধেহ নয়, উজার করো তারার পানে।
বোঝাপড়া পাওনা-দেনা ব্যবসা ছকে,
ভালোবাসা সূদূর ডাকে তিস্তা নদী
এমন করলে প্রেম পালাবে গভীর রাতে
তার চেয়ে হোক ভালোবাসা কাটান ঘুরি
বেশতো হবে, উড়ান দেবো ইচ্ছেমত
গাইব শেষে মহীনের ঘোড়াগুলি
তোমার ডাকে কানাই যদি ফিরে আসে
বলে দিও প্রেম, খিরকি খুলে পালিয়ে গেছে।।
আবির মুখোপাধ্যায়
কেন ভীষন শব্দ দাগো প্রেমের নামে?
এত জটিল! অঙ্ক নাকি ভালোবাসা?
সরল করো কাঠগোলাপের গন্ধ মতে,
সন্ধেহ নয়, উজার করো তারার পানে।
বোঝাপড়া পাওনা-দেনা ব্যবসা ছকে,
ভালোবাসা সূদূর ডাকে তিস্তা নদী
এমন করলে প্রেম পালাবে গভীর রাতে
তার চেয়ে হোক ভালোবাসা কাটান ঘুরি
বেশতো হবে, উড়ান দেবো ইচ্ছেমত
গাইব শেষে মহীনের ঘোড়াগুলি
তোমার ডাকে কানাই যদি ফিরে আসে
বলে দিও প্রেম, খিরকি খুলে পালিয়ে গেছে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন