নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

নিমন্ত্রণ পত্র



১৫ ই নভেম্বর বাংলা ২৮ শে কার্ত্তিক জলফড়িং ওয়েব ম্যাগের প্রথম জন্মদিন এবং সেদিন প্রকাশ পাবে "জন্মে জন্ম এক" সংখ্যা।

আমরা চাই আপনাদের ওয়েব ম্যাগের কমিটির সমস্ত সদস্যবৃন্দের লেখা (কোনো বিষয় নেই এমনকি শব্দ সীমাও নেই)। 

আশা রাখছি আপনাদের লেখা আমরা পাবো আগামী ৫ই নভেম্বরের মধ্যে। 

📌[বিনীত নিবেদন এই যে, সবার লেখা কালেক্ট করে একসাথে দেবেন আপনাদের ওয়েব ম্যাগের প্রধান সম্পাদক বা চেয়ারম্যান স্যার ৭৩৮৪৩২৪১৮০ এই নম্বরে হোয়াটস্ অ্যাপ করে সঙ্গে আপনাদের ওয়েব ম্যাগের নাম  লিখে দেবেন। ]📌

🌻আপনাদের লেখা "জন্মে জন্ম এক" সংখ্যা কে সমৃদ্ধ করুক🌼

--------------------------------ইতি, 

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ ৷ ৷৷৷  সুদীপ্ত সেন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন