ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

অরুন চেয়েছিল অরুনিমাকে ভালো রাখতে কিন্তু মাঝপথে তাকে পেয়ে বোসলো আকাশ ছোঁওয়ার বাসনা,সে অভিলাস পূরনের উপযুক্ত ছিল হয়তো কিছুটা তাই মাঝপথে অরুনিমাকে ছাড়তে চাইলো অরুন,কিন্তু পারলো না,নিজেই তখন জড়িয়ে গেছে কিসের যেন মায়াজালে,সেটা কি ভালোবাসা নাকি সততা নাকি অন্যকিছু তা বোঝেনা অরুন,অরুনের অবশ্য কিছু করার নেই তার জীবনে স্বাবলম্বী
 হওয়া বাকি,দায় পরিবারের প্রতিশ্রুতির,মায়ের কথা রাখার দায়,অরুনিমারো কঠিন লড়াই নিজেকে প্রতিষ্ঠা করার।অরুনিমা বোঝে হয়তো অরুনের অবস্হা।তবে তাদের আর কিছুই করার নেই ।তাই তারা আপাতত সময়ের হাতে সঁপেছে নিজেদের আর ধরেছে বন্ধুত্বের হাত।

                               শর্মিষ্ঠা দও✒✒✒

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন