ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

আমি  কৃঞ্চকলি
------------------
      ঝুমাইয়া আফরোজ
                              (বাংলাদেশ)

পূর্ণিমার ক্ষীন আলোয় মাদুর বিছিয়ে বসি উঠোনে
চারদিকে ঝিঁ ঝিঁ পোকার ডাক
আকাশের তারকারাজি হাসে মিটিমিটি।
দূর দিগন্ত ছুঁয়েছে আকাশটা,
স্মৃতির পাতায় ভেসে ওঠে চিরচেনা সেই মুখ
কে আমি? তোমার কৃঞ্চকলি
হ্যা, আমি তোমার কৃঞ্চকলি
এমনি এক জোসনা রাতে বসেছিলাম পাশাপাশি
তোমার বুকে মাথা রেখে কত গল্প করেছি আমি
তুমি আমায় কৃঞ্চকলি বলে ডেকেছিলে।
বলেছিলে, আজকের জোসনা রাতে তুমি আমার বুকে একফালি চাঁদের আলো।
আমার কৃঞ্চবর্ণ মুখের কাছে চাঁদের আলো নাকি হার মানে।
বলেছিলে আমিহীন তোমার জীবন আলোহীন অন্ধকার।
তোমার কথায় আমি হেসেছিলাম শতবার।
কি যে বল না তুমি, আমি কি করে হই তোমার চাঁদ
আমি যে কৃঞ্চকলি,কৃঞ্চবরণ বদন আমার।
তুমি আমার চিবুক ধরে বলেছিলে
এই কৃঞ্চের আড়ালেই আমার চাঁদের আলো।
আমি আজো রয়ে গেলাম কৃঞ্চকলি
চাঁদ আছে আলো আছে
কিন্তু দেখ,
আমি নেই তোমার জীবনে।
তোমার ভুবন আলো করে এলো
আরো একটি  চাঁদ
চাঁদে চাঁদে তোমার ভুবন হলো আলোময়
আজ দেখ, আকাশে চাঁদ আছে
আমি আছি তার পাশে
কিন্তু, তুমি নেই,
কেউ নেই আমায় কৃঞ্চকলি বলার
আমি আজ হাসি
আমি যে কৃঞ্চকলি,কে থাকবে আমার?
কৃঞ্চকলিদের কেউ থাকেনা, কৃঞ্চকলিরা যে বড় একা।
আজীবন একা।
কৃঞ্চকলিরা কাব্যে শোভা পায় বাস্তবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন