অনাহার
সৈয়দ মহঃ সাবির আলি
তিন শিশুর অনাহার,
চেনালো মানবরুপ,
অনাহারে মরল, খিদে তাঁদের চুপ--------।
তাঁরা চুপ,তাঁদের বিরক্ত করা চিৎকার চুপ,সব নিস্তব্ধ।
বাবুরা আর বিরক্ত হবেননা,
তাঁরা যে নিস্তব্ধ হয়ে পড়ে থাকে,অনাদরে।
তবে কেন? খবরের শিরোনাম,হা-হুতাশ,প্রতিবাদ।
কোথায় ছিল?যখন আয় বাড়াল ,বড়লোকের,
মাইনে দিল অধিক অধিকস্তর,
সে টাকা যদি এদের মতো গরিবদের দিত,
তাহলে কী মরত, অনাহারে?
কাল যদি আমার,তোমার হত এমন দশা।
মরতে হত অনাহারে!
চোখের সামনে ভাসত আবার ৭৬---------।
সে কত দুঃখ, কত শোক, এখন তা অতীত।
আজ গরিবদের ভাত দেবার কেউ নেই,
যাঁরা ছিল, তাঁরা সরে গিয়ে-
রেখে গেছে ঘৃণা ঘৃনা শত ঘৃনা।
সৈয়দ মহঃ সাবির আলি
তিন শিশুর অনাহার,
চেনালো মানবরুপ,
অনাহারে মরল, খিদে তাঁদের চুপ--------।
তাঁরা চুপ,তাঁদের বিরক্ত করা চিৎকার চুপ,সব নিস্তব্ধ।
বাবুরা আর বিরক্ত হবেননা,
তাঁরা যে নিস্তব্ধ হয়ে পড়ে থাকে,অনাদরে।
তবে কেন? খবরের শিরোনাম,হা-হুতাশ,প্রতিবাদ।
কোথায় ছিল?যখন আয় বাড়াল ,বড়লোকের,
মাইনে দিল অধিক অধিকস্তর,
সে টাকা যদি এদের মতো গরিবদের দিত,
তাহলে কী মরত, অনাহারে?
কাল যদি আমার,তোমার হত এমন দশা।
মরতে হত অনাহারে!
চোখের সামনে ভাসত আবার ৭৬---------।
সে কত দুঃখ, কত শোক, এখন তা অতীত।
আজ গরিবদের ভাত দেবার কেউ নেই,
যাঁরা ছিল, তাঁরা সরে গিয়ে-
রেখে গেছে ঘৃণা ঘৃনা শত ঘৃনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন