কর্ণ
শান্তা কর রায়
খুঁড়ে দিয়ে গেলে সমস্ত ক্ষত ছুড়ে দিয়ে গেলে আমায়
অনাগত ঝড়কে দাঁড়াতে বলেছি,ভেজাচ্ছে শহর চোরাবালি স্রোত
এভাবেই হাতলবিহীন ঝড় ভালবাসি:
রাত অজগর হয়ে জড়ায় স্নায়ু জটাধারী কেউ তেজী রূপ ঢালে
দৃষ্টি ছুঁয়ে যায় গর্ভতল ;যোনিমুখে ঢেলে দাও বিষ
জন্ম হোক বিষবৃক্ষের,সূর্য প্রণামের নামে শপথ
পরমায়ু চেয়ে নেবে নিয়মমাফিক,চুরচুর ভাঙবে সকাল ।
নগ্ন রাস্তায় ছড়ানো প্রমাণ সংকেত যত
নির্বেদ ছায়া ওড়ে চাবুকের মতো ।
শান্তা কর রায়
খুঁড়ে দিয়ে গেলে সমস্ত ক্ষত ছুড়ে দিয়ে গেলে আমায়
অনাগত ঝড়কে দাঁড়াতে বলেছি,ভেজাচ্ছে শহর চোরাবালি স্রোত
এভাবেই হাতলবিহীন ঝড় ভালবাসি:
রাত অজগর হয়ে জড়ায় স্নায়ু জটাধারী কেউ তেজী রূপ ঢালে
দৃষ্টি ছুঁয়ে যায় গর্ভতল ;যোনিমুখে ঢেলে দাও বিষ
জন্ম হোক বিষবৃক্ষের,সূর্য প্রণামের নামে শপথ
পরমায়ু চেয়ে নেবে নিয়মমাফিক,চুরচুর ভাঙবে সকাল ।
নগ্ন রাস্তায় ছড়ানো প্রমাণ সংকেত যত
নির্বেদ ছায়া ওড়ে চাবুকের মতো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন