ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

ভ্যাজাল
  Sohini  Samanta


ধোঁয়াটে আকাশে ক্লান্ত দূষিত রিক্ত মেঘ ভেসে চলে যায়,

শুধুই শুভ্রতা ভরা নতুন মেঘ উন্মোচনের দিশাহীন অপেক্ষায়......।।

কত ভরসা আছে মন মালিকার ,

কত স্বপ্ন আছে জীবন যবনিকার ...

মানুষের  কৃতিত্ব পঙ্কিলময় ...,

তাই খুলে গেছে ভ্যাজালের দুয়ার...

খাবারে ভ্যাজাল , মাটিতে ভ্যাজাল ...,

সেতুর মতন ব্রজআঁটুনিতে ভ্যাজাল ...,

শুধুই অব্যক্ত  মায়াজাল ...।।

ক্লান্ত আজ ভারত মাতার একান্ত জয়গান,

ভ্যাজালের মোহজালে দেশে বিভীষিকার ময়দান ...।।


 

1 টি মন্তব্য: