ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১ অক্টোবর, ২০১৮

**ভালোবাসার গান**
**শিহাব আহম্মাদ**
এই জনমুখর প্রান্তরে।*
একবার,দুইবার,তিনবার-যদি বার বার ফিরে আসি;*
তবে হয়ত মানুষ পাব!*
কিন্তু আজকের এই সুবর্ণ বিকেল,আজকের সব মানুষ;*
আজকের বিকেলের মত করেই পাব কী?
*
এই জনমুখর প্রান্তরে।
একবার,দুইবার,তিনবার-যদি বার বার ফিরে আসি;*
হয়ত! হয়ত! 
আবারো একটি বিকেল পাব,কিন্তু আজকের মানুষগুলো।
আজকের মত;*
লাল বর্ণ মিশ্রিত সেদিনের দিগন্তে,হয়ত সেদিন আর মানুষ নয়।
মানুষের ভালোবাসা,বিকেলের স্মৃতি বিজরিত ক্ষাণিক সময়,*
বিরহী মনকে শান্তনা দিবে আজকের মত করেই।
*
এই জনমুখর প্রান্তরে।
একবার,দুইবার,তিনবার-বার বার ফিরে আসতে চাই!*
কিছু মানুষের জন্য,কিছু মানুষের ভালোবাসার গান শুনার জন্য।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন