ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১ অক্টোবর, ২০১৮

ভালোবাসা অসন্তুষ্ট
অভিজিৎ দাসকর্মকার

ক্যাবলা নজর স্নানঘরে, এয়ার পকেটের গন্ধ সুগার ফ্রি ভাষায় কথা বলে।

কাছে থাক কবিতা, সমালোচনা,  ঠোঁটে থাকুক বিষ রস।
টসটসে আঙুরে আজ শেয়ালও নাগাল পায়।

তুমি নরক, তাই আমি বিচ্ছিরি থাকি, এনসিওর করি পাঁজরের খাঁজে প্রোটিন।

হিমগ্লোবিন কাভার ড্রাইভ মারে, বুকের অলিন্দ যুদ্ধে স্কোয়ামাসি যানজট।

চাঁদের শ্বসনে জোৎস্না জ্বলে জোনাকির পিঠে,সপ্তর্ষিমণ্ডল লুব্ধকের লেজ ধরে চলে।

আমি কান্না হয়ে বলি,তুমি ঝাপসা হয়ে থেকো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন