।।আলো।।
-- স্নেহা
যখন তুমি প্রাপ্তপ্রায় বয়স ওই তিরিশ ছুঁই ছুঁই,আমার আলোখ্যে তোমার মেঘের এ সংসার। দুটিতে মিলে বেশ আছো..বেলেশেষে হাসির খোরাক জোগাও, অভিমান ভাঙাও, তার মিথ্যে নাটকে আগলে রেখে লাল পলাশ গুঁজে দাও খোপায়। হঠাৎ খবর পেলে তোমাদের মাঝে আসবে সদ্যজাত আশা, নাম নিয়ে বেশ কাড়াকাড়ি হঠাৎ দক্ষিণ জানালার পাশ কাটিয়ে এক টুকরো আলো চোখে পড়বে তোমার। তুমি দীর্ঘ স্তব্ধতা এনে বললে "আলো"। আমি আবার ফিরে আসবো তোমার মনের মানুষের কোলে, চোখ দেখে থমকে যাবে তুমি,স্তব্ধতা আসবে গোটা আকাশ জুড়ে....গলা শুকিয়ে যাবে তোমার। ওই চোখে আটকে যাবে তুমি আবার নতুন করে। কারন,,,,
এভাবেও ফিরে আসা যায়।।
-- স্নেহা
যখন তুমি প্রাপ্তপ্রায় বয়স ওই তিরিশ ছুঁই ছুঁই,আমার আলোখ্যে তোমার মেঘের এ সংসার। দুটিতে মিলে বেশ আছো..বেলেশেষে হাসির খোরাক জোগাও, অভিমান ভাঙাও, তার মিথ্যে নাটকে আগলে রেখে লাল পলাশ গুঁজে দাও খোপায়। হঠাৎ খবর পেলে তোমাদের মাঝে আসবে সদ্যজাত আশা, নাম নিয়ে বেশ কাড়াকাড়ি হঠাৎ দক্ষিণ জানালার পাশ কাটিয়ে এক টুকরো আলো চোখে পড়বে তোমার। তুমি দীর্ঘ স্তব্ধতা এনে বললে "আলো"। আমি আবার ফিরে আসবো তোমার মনের মানুষের কোলে, চোখ দেখে থমকে যাবে তুমি,স্তব্ধতা আসবে গোটা আকাশ জুড়ে....গলা শুকিয়ে যাবে তোমার। ওই চোখে আটকে যাবে তুমি আবার নতুন করে। কারন,,,,
এভাবেও ফিরে আসা যায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন