ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

।। আম্পায়ারদের ইজেল বক্স।।
        ।।  কার্তিক  ঢক্ ।।
হুইস্কি গন্ধের ট্রাউজারটি তার ইনার       শুকোতে দ্যায় রোদে।
হলুদ রঙের পুংকেশরটি আন্দারকি বাত
ঝুলিয়ে রাখে আকাশের হূকে --

কাক দেখছে,শালিক দেখছে-
ক্যাবলা চোখে দেখছে চড়ুই ও ...

মেঘ উড়ে যেতে যেতে
ঝরিয়ে দিচ্ছে তার ইনবক্সের শব্দ গুচ্ছ।
বৃষ্টিকে চেটে খাচ্ছে  লিপস্টিক-রসে ভেজা
ডালিম-ঠোট...

ভিজে বারুদ দোল খায় হ্যাঙ্গারে...
আয়না কুড়িয়ে রাখে খন্ড-চিত্র--
ম্যাগনিফাইন গ্লাসের নীচে ফিস্ ফিস্ জল।

পরকিয়ার বাইশ-গজে কে যে সেঞ্চুরি  হাকায়
আর কার উড়ে যায় মিড-উইকেট !
এখন দেখবো আম্পায়ারদের ইজেল-বক্সে
লাইক -- কমেন্ট --শেয়ার করা লম্ফবিদ
বল গুলিকে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন