ডাস্টবিন
--- পল্লব
তুমি ভাবছো এতটা বৃষ্টি হলো
তবু আমায় ভেজালো না
আমি ফুটপাতে দর করি
তবু বাকি রয়ে যায় দেনা
এতগুলো কাঁটাতারে হাঁটলাম
তুমি ভাবছো, একটাও কী শরীরে ফুটলো না !
তুমি কংক্রিটে রাখা অর্কিডের টব
যাকে অযত্ন হাতে ছুঁতে মানা
তোমায় অামি রোজ দেখছি
যাচ্ছো হাইওয়ে ধরে হেঁটে
ফ্লাইওভারে একটা শোরগোল উঠছে
ছেলের দলরাও পড়ছে ফেটে
আমায় তুমি দেখলে না তবু
দেখতে যদি মেট্রো ছেড়ে ধরো ট্রেন
আমি একবেলার ডালভাতে খুশী
আমার চাই না রাত্রি জাগা উত্তপ্ত ইস্ট্রোজেন
এভাবেই দেখছি তোমায়
আবারও দেখবো
কখনো উত্তেজনায়, কখনো শিহরণে সিক্ত
আমি স্নান করি রোজ ডাস্টবিনের ধারে
আর তুমি ঠিক গঙ্গার মতোই পবিত্র।
--- পল্লব
তুমি ভাবছো এতটা বৃষ্টি হলো
তবু আমায় ভেজালো না
আমি ফুটপাতে দর করি
তবু বাকি রয়ে যায় দেনা
এতগুলো কাঁটাতারে হাঁটলাম
তুমি ভাবছো, একটাও কী শরীরে ফুটলো না !
তুমি কংক্রিটে রাখা অর্কিডের টব
যাকে অযত্ন হাতে ছুঁতে মানা
তোমায় অামি রোজ দেখছি
যাচ্ছো হাইওয়ে ধরে হেঁটে
ফ্লাইওভারে একটা শোরগোল উঠছে
ছেলের দলরাও পড়ছে ফেটে
আমায় তুমি দেখলে না তবু
দেখতে যদি মেট্রো ছেড়ে ধরো ট্রেন
আমি একবেলার ডালভাতে খুশী
আমার চাই না রাত্রি জাগা উত্তপ্ত ইস্ট্রোজেন
এভাবেই দেখছি তোমায়
আবারও দেখবো
কখনো উত্তেজনায়, কখনো শিহরণে সিক্ত
আমি স্নান করি রোজ ডাস্টবিনের ধারে
আর তুমি ঠিক গঙ্গার মতোই পবিত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন