ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

রাত্রি - - - - -

হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে... সকাল হবে জানি কাল...
পূর্বের আকাশ করবে জানি লাল সেই আকাশে নেই কিন্তু চাঁদ
রজনী গন্ধার মর্মে চারি পাশে...
দিন কে যখন সবাই ভালোবাসে রাত্রি আমি থাকব তোমার পাশে...
রাত্রি তুমি মোর চাষিদের খামার...
রাত্রি তুমি মন ক্ষেতের বাবরি দোলানো স্নিগ্ধা....
রাত্রি তুমি উৎকণ্ঠিত হালকা হাওয়া বদল...
রাত্রি তুমি চির অশান্ত প্রকৃতির শীতলতম অধ্যায়...
কামিনীর সোপান... বিমর্ষের নীরবতা সেই রাত্রি...
অতঃপর??? আজ রাত বড্ড ছোট্ট সুদূর আকাশ পানে উড়াল সূর্য দেখার সময় ঘনিয়ে এলো... সেই কুসুমদোলার আভা....






অদিতি চক্রবর্তী ______

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন