ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১ অক্টোবর, ২০১৮

শালিকের বারান্দায়
সেখ আমিমোন ইসলাম

আমার বাড়ির ফাঁক-ফোঁকরে
কত শালিক বাঁসা করে,
ভোরের আলোয় কিচিরমিচির
আমায় জাগিয়ে তোলে।
সন্ধেবেলায় চায়ের কাপের
সঙ্গে নতুন সুর তোলে।

কত নতুন ছন্দ সুরে
আমার চোখকে বন্ধ করে,
বালিশের 'পরে।

ওর সুরের বারান্দায়
তাই আমি রোজ যায়,
আমার নতুন ছন্দের অপেক্ষায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন