নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮

আমার শহর
             -- স্নেহা

এই শহরে ক্লান্ত বিকেল বেলায় প্রেমিকার কোলে চোখ বুজে রাখে 'পাশে আছি'-র নীরব প্রতিশ্রুতি। এই শহরে পড়তে আসা একলা মেয়ের গায়ে হাত পৌঁছয় না মাঝবয়সী মাস্টারের, তাকে আগলে রাখে মেয়ের মতো। এই শহরে ব্যস্ত হওয়া ট্রেনের চাপেও জায়গা পায় গর্ভবতী। এই শহরে মাতাল স্বামী শীতের রাতে একটা কাঁথা, কুকরে যাওয়া সাবালিকার গায়ে টেনে দেয়। এই শহরে চালচুলোহীন কবিও আজ পরিশ্রমী,মেয়ের জন্যে। এই শহর আমার মনের মতো,আমার মায়ের মতো। আমি দেখেছি অর্ধনগ্ন মা শীতের রাতে বুকের কাপড় দিয়ে আগলে রাখে সন্তান কে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন