ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১ অক্টোবর, ২০১৮


*ষড়ঋতু
সন্দীপ ভট্টাচার্য

সেদিন আমার বারান্দায় মেঘ নেমেছিল
এঁকে ছিল অবাক চুমু আমার ফাটা ঠোঁটে
বাষ্প ছোঁয়ায় আমি শিশির হয়ে গেছিলাম
তখন কোথাও শিউলি ঝরেছিল
কানে এসেছিল নৈঃশব্দের হাহাকার

সমব্যাথী কথাদের পাহাড় জমতে জমতে
জলের তোড়ে কাদা হয়ে যায় বেলেমাটি
বুকের মাঝে অভিমান খোঁজে জলপটি
দুঃখ ভাষণের হাতেরা
ব্যস্ত তখন রোজনামচায় পেটের জোগাড়ে

ভাঙাচোরা ভারসাম্যহীন জীবন উথালপাথাল
জোয়ার শেষ হলে পাখি ফেরে নিজের ঘরে
খুঁটে খাওয়া সকালে কুয়াশার সাথে আলাপচারি
দগদগে ঘা সরে নতুন চামড়া
গতানুগতিক বন্ধুত্বের হাত বাড়ায় ষড়ঋতু
বৈশাখী হাওয়া গায় ওঁ গাং গণেশায় নমঃ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন