ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

"আসছে পুজো" -- গানের রিভিউ কলম




 আসছে পুজো, হুম পুজো তো আসছেই আর পুজো তো আসবেই। আমরা দেখতে পাচ্ছি তার সাজগোজও শুরু হয়ে গেছে শহর থেকে গ্রাম সবেতেই। পুজো'র আগমনী বার্তা পাঠিয়ে দিয়েছে মহালয়া, কাশের হওয়া,  শরতের মেঘ, বোধনের জলঘট, শিউলির গন্ধগুলো আর এখন পুজোর ঠিক মুখোমুখি সময়ে কেউ আবার নতুন করে বলল "আসছে পুজো"।



হ্যাঁ ঠিকই ধরেছ, এখানে উতথ্য ঘোষ'র লেখা গান "আসছে পুজো"র কথায় বলছি, যেটা গেয়েছে অরিত্রম দাস ।

আর অরিত্রম দাসের কন্ঠে এই গান এক নতুন আমেজের কথা বলে, যা প্রত্যেক প্রেমিক-প্রেমিকা তো বটেই এবং তাদের নাছোড়বান্দা দাদা / দিদিদের মানতে শিখিয়েছি যে বোন / ভাই ঠিক আছে গুরু  করো,প্রেম ভালো জিনিস, আর যেটা আমি করছি সেটা কেন তুই করবিনা?

গোটা গল্পটাও এর ছন্দ বহন করে শুরু থেকে শেষ অবধি যার ডিরেকশন দিয়েছে ডিরেক্টর সায়ন্তন মন্ডল।

হুম সত্যিই ৮ মাস পর ঘরে ফিরে উমা তো চাইবেই তার প্রেমিক তাকে সময় দিক আফটারওল ৮ মাস না ছেড়ে থাকাটা অনেক বেশিই সময়।
আবার অন্যদিকে ক্রাশ খেলে বাবা পাঞ্জা কেন সবেতেই তুমি হেরে যাবে।
সে যাগ্গে উমার ওই হাসিখানা যেন দেখার মতো ছিল আর আরিত্রম প্রেমিক হিসেব ভীষণ রোমান্টিক এবং দায়িত্বশীল, তা না হলে ওরমভাবে চুপিচুপি পেছন থেকে এসে তাকে গিফট করতে পারে যা তার প্রেমিকার হাসি ফোটায়। এটাই তো উচিত প্রেম মানেই একটা সারপ্রাইজ তো থাকবেই।
উমা তার দাদার হোয়াটস্ অ্যাপ স্ট্যাটাস দেখে যেটা বুঝেছিল পরে দেখা গেল ঠিক তাই সায়ন্তন আর অদিতি ভীষণ প্রেমে বন্দি না'তো পাঞ্জাবি পরা প্রথম ছবিটা সায়ন্তন দেবে কেন অদিতিকে?



এ গেল প্রেমের হিসেব, কতকি দেখানো হলো পুজো আসা মেখে মেখে, সেল্ফিও তুললো মা'কে সঙ্গে নিয়ে অদিতি ও সায়ন্তন।



পুড়ো গ্রাফিক্সটা এক অন্যমাত্রা দিয়েছে ভিডিওটির আর গ্রাফিক্সটা করেছে সৃজন কুমার পাল।

এ'তো গেল গান আর গানের আবহাওয়া তা আবহাওয়া গরম, ঠান্ডা নাকি নাতিশীতোষ্ণ সেটা বোঝা গেল লাস্ট লাইনে।
ভিডিওর লাস্টে দেখানো হলো একটা দাদা কীভাবে তার বোনের প্রেমিককে বুকে জড়িয়ে নেয় আর বলে GO AHEAD তার পাশাপাশি দাদার প্রেমিকা বোনের কাছে যেন বন্ধু হয়ে যায় আচমকায়।

সবশেষে এটাই বলতে পারি এ গান দেখার পর কিছুজন হয়তো সে পথেই হাঁটতে রাজি হবে।
আর পুজো মানেই প্রেম আর পুজোয় প্রেম মানেই অনুভূতির নতুন রেশ, একলা পাওয়ার তাগিদ যার উত্তেজনার পারদ ছুঁয়ে আনন্দে মাততে চাইবে গোটা দেশ তথা দেশের প্রেমক-প্রেমিকাগণ আর এই জন্য দুর্গা পুজো কিন্তু ভীষনই দরকার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন