ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

মৃত্যু
-----------
ঋতুপর্ণা ব‍্যানার্জী
১৪/০৯/১৮

চেয়েছিলাম সুউচ্চের সিঁড়ি ভাঙতে
চন্দন কাঠের সুগন্ধী ধোঁয়ায় উড়ে যেতে যেতে ভাবি অচিন আগামীকে
দেখি রইল না তো কিছুই শুধু একাকীত্ব ছাড়া

তাই তো মৃত‍্যুকে বলি-
মৃত্যু! সকল সময়ের অশ্রু বিন্দু সাগর করে রেখেছি বুকে
ভিজিয়ে যাবো শেষবারের মত

সমস্ত জীবন বসে আছি অহল‍্যা হয়ে তোমারই প্রতীক্ষায়
শৈশবে গ্রাস করেছিল অস্পষ্টতা
তাই অপেক্ষার শুরু কৈশোর থেকে
এবার বার্ধ‍ক‍্য ছুঁয়েছে যৌবনের উত্তাল নদী
থমকে গেছে মোহনার দ্বারে এসে।

দেহ...কত সুন্দর তুমি!
দেখেছি তোমাকে অনেক রূপে
প্রাণের শুদ্ধ প্রকাশে,
এত কাব্য এত ভাষা
থেমে থাকেনি নিতান্তই নারীর শরীর
হিসেবে
তবু তোমাকে দেখেছি দায়হীন অশ্লীলতার দায়ে

আজ অখণ্ড অবসর
অজস্র পলির ভারে স্থবির হয়েছো তুমি
মৃত্যু এসেছে নিভন্ত দীপের আলোয়
এসেছে যেন দুদণ্ড অবকাশ পেয়ে
চোখ বুলিয়ে নিয়ে যাবে সমস্ত জমা খরচের পাতার হিসেবে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন