"২০ বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরো কুড়ি বছর বাজবে"
-----সুবোধ সরকার
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
সম্পাদকীয়,
কাশের দুলনি মেখে শরৎ কাটিয়ে হেমন্তের এই দিনটিতে (২৮ শে অক্টোবর) যার প্রাণ ফুটেছিল কোনো এক মায়ের কোলে আর আনন্দে উল্লসিত কোনো এক পিতার চোখ তাকিয়ে দেখেছিল তার নবজাতককে। সেদিন সেই পিতা-মাতা কি জানত তারা একটা তারার জন্ম দিয়েছেন!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
৷ সুবোধ সূচীতে থাকলো যারা |
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
| কবি |________________| কবিতা |
১.) সুনন্দ মন্ডল ----------------------দ্যোতনা
২.) চঞ্চল ভট্টাচার্য-------------কলমের জন্মদিন
৩.) অরূপ মাহাত-------------------ইচ্ছে-নীড়
৪.) পাখি পাল----------------------তুমি দীপ্তি
৫.) বৈশাখী গোস্বামী----------------কবির বয়স
৬.) অমিতাভ দাস-------------------বারুদ
৭.) সুদাম কৃষ্ণ মন্ডল-----------তুমি রবে গৌরবে
==================================
এবার কবিতায়
==================================
১.)
৷ দ্যোতনা |
সুনন্দ মন্ডল
ষাটের সুবোধ ---- নতুন গতি
স্বর্ণালী পটে জ্যোৎস্না
প্রাণ ঝংকার স্নিগ্ধ জ্যোতি
প্রেরণার দ্যোতনা।
কালের চাকা ---- অবাধ নিরন্তর
ঝড় তুফানের হাজার রিল
শক্ত জীবন গড়তে আতর
গন্ধ ছড়ায় অন্ত্যমিল।
সুবোধ তুমি মুক্ত বায়ু আকাশের বুকে বিচরণ
সবুজ সেলাম কপাল ঘামে মিশলো আবরণ।
২.)
| "কলমের জন্মদিন" |
----------চঞ্চল ভট্টাচার্য
তুমি কলম দিয়ে বইয়ের পাতায় সন্ধ্যা আঁকো,
তুমি কলম দিয়ে কবিতার
কাছে জ্যোৎস্না রাখো।
তুমি কলম দিয়ে সূর্য সমান
সুবোধ জাগাও পাঠক মনে,
তোমার কলম রত্ন হবে
যত্ন নিয়ে ঈশান কোণে।
তোমার কলম ভীষণ রকম
আবেগ জাগাই সবুজ বনেও,
তোমার কলম অটুট থাকুক
ভীষণ রকম জন্মদিনেও।
৩.)
ইচ্ছে-নীড়
------অরূপ মাহাত
ইচ্ছে ছিল লিখব অনেক
মনের কথা জুড়ে,
স্বপ্নগুলো রাখব আড়াল
সযত্নে সব মুড়ে।
জ্যোৎস্না মাখা সন্ধ্যে বেলায়
তোমার হাতে হাত,
প্রেমিক যত জোনাক পোকা
খুঁজতে বেরোয় রাত।
তোমার বুকে আমার মাথা
তখন সময় ধীর,
লেখার কথা আজকে থাক
বাঁধব চলো নীড়।
৪.)
তুমি দীপ্তি
--------পাখি পাল
তুমি দীপ্তি তুমি আলো
তুমি প্রজ্জ্বলিত শিখা
তোমার সৃষ্টি তোমার বর্ণে
আঁকছে সহস্র রেখা
তোমার সৃজন তোমার শিল্প
গঠন করো তুমি
মায়ার জগতে তোমার প্রকাশ
অনেক অনেক দামি
তোমার হস্তে জ্বলছে দীপ
দূর হচ্ছে কালো
শত শত মনের আঁধার
পাচ্ছে দিশার আলো।।
৫.)
কবির বয়স
-----------বৈশাখী গোস্বামী
কবিরও বয়স বাড়ে...
কবিতা লেখা হয় শুধুই কি অক্ষরে?
আবেগে 'আ'কারে কবিতা গড়ে,
অভিজ্ঞতায় কি আর কবি কলম ধরে?
কবির চুলে রূপোলী ছোঁয়া...
প্রেয়সী! কেবলই হয়তো মায়া।
বয়স গোনা যায় সংখ্যাই
আর কবি চেনা যায় ভাষায়।
কবিরও নাকি সময় কমে!
অক্ষরে তার সংখ্যা জমে।
কবি চেনা যায়--- শুধুই শব্দ-শ্রমে।
কবির কি কেউ বয়স গোনে?
৬.)
বারুদ
------------অমিতাভ দাস
এখন উঠোন দিচ্ছে ধুয়ে খরস্রোতা রক্তনদী
নিরুদ্দেশে জবাবদিহি সময় জুড়ে কিন্তু...যদি...
যাচ্ছে কেঁপে বুকের দেয়াল মৃত্যু বাজির বিস্ফোরনে
ভয়গুলো সব বারুদ সেজে জমতে থাকে মনের কোনে।
রোদ্দুরেরা বন্দী এখন অশনি এক মেঘের জেলে
হারিয়ে গেছে দস্যি মেয়ে হারিয়ে গেছে দস্যি ছেলে
হারিয়ে ফেলা মনের সাহস খুঁজতে গিয়ে আঁধার ঘেরে
যে যায় সে যায় আর কোনোদিন হারিয়ে ফেলা ঘরে ফেরে??
কোথাও নারী কোথাও শিশু কোথাও দেখা স্বপ্নগুলো
দানব থাবা গুঁড়িয়ে দিল ছড়িয়ে দিল পথের ধূলো
সেসব ধূলো জমাট বেঁধে জন্মনিল একটা ছবি
বিদ্রোহ আর প্রেমের ক্ষনে জন্মনিল বারুদ কবি।
৭.)
তুমি রবে গৌরবে
---------------সুদাম কৃষ্ণ মন্ডল
শুভ হউক জন্ম বার
শুভেচ্ছা নিন আপনজনার
হাজার বছর আয়ু আপনার
বছর আসুক বার বার
লাল কুমুদ সোনার আলো
উদয রাগের আভাগুলো
পডুক মাথায় আশীষ ঝরে
সৃষ্টি মুখর মুক্তো হীরে
শিশুর মতো সরল থাকুন
সুস্থ সুন্দর সত্য বুঝুন
রঙিন গোলাপ হাতে দিলাম
স্বার্থক জীবন লহ প্রণাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন