মায়া
-মধুমিতা নস্কর
আমার অগোছালো এলোকেশী চুল,
তোমার পিছুটান বৃষ্টি জলরেখা ভুল,
নিশ্বাসে মেশে সুখটান।
আমার পুষ্টিহীন একমাস তেল
না খাওয়া চুলের বাঁধনে
তোমার হাত পা আবদ্ধ অদৃশ্য মায়ায়,
বাতাসে ছড়িয়ে মৃত্যুবাণ।
অলীক যন্ত্রণায় ছটফটে তোমার জ্বলন্ত দুচোখ
গুপ্তস্থান থেকে আজ সরানোর দিন
ব্যস্ত আমি,
দৈবাৎ যদি বাঁধন ছিঁড়ে যায়!
পালাবে কি?
পারবেনা।
পালাতে পারবেনা কখনও এ মায়ার বাঁধন ছেড়ে।
অশ্রুপ্রপাতে করাব ধারাস্নান।
চারিদিকে নিশ্চিদ্র দেওয়াল,অন্ধের অন্ধকার
অন্ধকূপে আবদ্ধ।
ঠিক আমার চুলের মতোই ভুলভুলাইয়া
বেরতে গেলেই জট পাকাবে,
জড়িয়ে পড়বে আরও।
তারচেয়ে কিছুকাল তোমার অন্ধ থাকাই ভালো।
-মধুমিতা নস্কর
আমার অগোছালো এলোকেশী চুল,
তোমার পিছুটান বৃষ্টি জলরেখা ভুল,
নিশ্বাসে মেশে সুখটান।
আমার পুষ্টিহীন একমাস তেল
না খাওয়া চুলের বাঁধনে
তোমার হাত পা আবদ্ধ অদৃশ্য মায়ায়,
বাতাসে ছড়িয়ে মৃত্যুবাণ।
অলীক যন্ত্রণায় ছটফটে তোমার জ্বলন্ত দুচোখ
গুপ্তস্থান থেকে আজ সরানোর দিন
ব্যস্ত আমি,
দৈবাৎ যদি বাঁধন ছিঁড়ে যায়!
পালাবে কি?
পারবেনা।
পালাতে পারবেনা কখনও এ মায়ার বাঁধন ছেড়ে।
অশ্রুপ্রপাতে করাব ধারাস্নান।
চারিদিকে নিশ্চিদ্র দেওয়াল,অন্ধের অন্ধকার
অন্ধকূপে আবদ্ধ।
ঠিক আমার চুলের মতোই ভুলভুলাইয়া
বেরতে গেলেই জট পাকাবে,
জড়িয়ে পড়বে আরও।
তারচেয়ে কিছুকাল তোমার অন্ধ থাকাই ভালো।
#####মায়ার######মধ্যেই নারীশরীরের সাভাব্তিক অনর যন্ত্রনা সুন্দর ভাবে ফুটে উঠেছে।
উত্তরমুছুন