ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

ধুনোর গন্ধে উনি আসছেন
সেখ আমিমোন ইসলাম

শুকিয়ে যাওয়া চোখের জল;
     ওদের কষ্ট পাইনি ফল।
        শত চেষ্টায় অসফল
                        আমি।

টাকা টাকা― পকেট ফাঁকা
গায়ের জোরেই ঘুরছে চাকা।
     সবকটা ব্যাংকই ফাঁকা
               লুট চলছেই।

তার উপর ধুনোর গন্ধ― উনি আসছেন,
   সবজিগুলোয় পরসপাথর ছোঁয়াচ্ছেন।
                  উনি আবার আসছেন;
                           বাড়ছে খিদে।

   সাত'শ টাকায় বালির ট্রাক;
    পুজোয় ফ্ল্যাট পঁচিশ লাখ।
      শপিং মলে ফ্যাশন খুব;
       মিডল ক্লাস মারছে ডুব।
পুজোতে ছাড়, জামা কম দামী
   পকেট খালি, পাইনি আমি।
   ফুটপাত ধরেই হাঁটতে হচ্ছে,
         মানিব্যাগ খসে পড়ছে।
 
হাট-বাজারে সোনা রূপো,
    কেনা বেচা হচ্ছে খুব;
  ঘরের ভিতর মিডলক্লাস
  মজুত রাখা জার স্বভাব।
    দামের উপর দাবানল,
 নেই, ফায়ারব্রিগেড নেই।
চোরাশিকারী হল ভ্যানিশ
  পুলিশ ধরতে গেল যেই।

প্রাইজেরই দাম,
            থিম চলছে;
            পুজো হচ্ছে।
ত্রিশূল সরিয়ে
             রেখে পাশে
             বন্দুক হাসে।
             গোলাপ কাশে,
বদলাচ্ছে।
অসুরও সুযোগ বুঝে,
             কোট পড়ে,
             বিড়ি ধরে,
বেশ টানছে।

             তাও,
উনি আসছেন; হ্যাঁ আসছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন