ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

একদিন সব হারায়!
কিংবা বলা যায় সময়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে যায়।
অমিত জীবন লালসার ভারে স্তব্ধ হয়ে যায় যদিও..
তবুও সোনারোদে লুকিয়ে থাকা স্মৃতিরা উঁকি দেয়।

জীবন এমনই!  সুবাতাসে প্রাণের অস্তিত্ব
অবগাহনে প্রানময় স্বপ্নপথের তারুণ্য
বেদনায় কেবল হতাশার দিনলিপি......!

যেদিন সব হারিয়েছি বলে মনে হয়!
সেদিনের মাঝে পড়ে থাকে হাজার সময়ে স্মৃতিকথা
তার হাত ধরেই বাঁচে চিরনতুনের আগামী।

ফিরে দেখা । অয়ন কর্মকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন