ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮

আকাশ

একমুঠো রোদ ছড়িয়ে দিও যেন,
আমার আকাশে মেঘলা বাদল দিনে,

এখন আকাশে চাঁদের বড় অভাব,
তুমি না হয় সূর্যকে নিও কিনে।

তোমার আকাশে তারাদের হুড়োহুড়ি,
তুমিতো আবার জোৎস্না ভালোবাসো,

মেঘলা বাদল আমার আকাশখানি,
পারলে চাঁদের জোৎস্না নিয়ে এসো।

।।  চঞ্চল ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন