নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ১ অক্টোবর, ২০১৮

কবে
সেখ আমিমোন ইসলাম

কালের আশায়, ‘কবে’র নেশায়
ভুলতে বসেছি আজ-কে
ভালো খারাপ কেমন আছি
কে কার খবর রাখে।
সেই ‘কবে’ যে আসবে কবে
কেই বা তা জানে?
অসম্ভবের ‘কবে’র আশায়
হারাচ্ছি আজকের মানে।
সেই আশার ধোঁয়াশা নিয়েই
বেঁচে আছি তা কে জানে?
বিষের গরল, কঠিন তরল
আঘাত হানে প্রাণে।
কঠিন বিষের কঠিন ওষুধ
পাবো কবে কোনখানে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন