রাঙামাটি
অভিজিৎ দাসকর্মকার
রাঙামাটির ধ্রূপদী ক্ষুদায় পুটুসফুল
উলঙ্গ বিড়াবতির কোলে শারদীয় নক্সিবালি
রবিবার সাদা সকাল
কাজ সারে উঠোন ছায়ায়
লেবু তলার আঘ্রানে
অহল্যা নামের পাথরটি ঝিনুকের কোলে
দুপুরের যোনপুরি রাগ আঁকে।
ষষ্ঠীতলার অশোকের বিকেলে
টেরাকোটা শরীরে আগমনীর ঘরানা
চিৎ হয়ে শুয়ে থাকা
পাঁজরে এক খাবলা আলাপি মমি
নৈঋতি সন্ধ্যায় পুরিয়া মাখে বর্গি হারা মেয়েটি
ঘটমান সমাপিকার ব্যাকরণ লেখে
তেওড়া বাঁধা পায়ে দ্বীমাত্রার বনবিবি বাৎসল্য নূপুরের শব্দকোষে নিয়ে এগিয়ে চলে
কির্তনীয়ার করতালি গান।
অভিজিৎ দাসকর্মকার
রাঙামাটির ধ্রূপদী ক্ষুদায় পুটুসফুল
উলঙ্গ বিড়াবতির কোলে শারদীয় নক্সিবালি
রবিবার সাদা সকাল
কাজ সারে উঠোন ছায়ায়
লেবু তলার আঘ্রানে
অহল্যা নামের পাথরটি ঝিনুকের কোলে
দুপুরের যোনপুরি রাগ আঁকে।
ষষ্ঠীতলার অশোকের বিকেলে
টেরাকোটা শরীরে আগমনীর ঘরানা
চিৎ হয়ে শুয়ে থাকা
পাঁজরে এক খাবলা আলাপি মমি
নৈঋতি সন্ধ্যায় পুরিয়া মাখে বর্গি হারা মেয়েটি
ঘটমান সমাপিকার ব্যাকরণ লেখে
তেওড়া বাঁধা পায়ে দ্বীমাত্রার বনবিবি বাৎসল্য নূপুরের শব্দকোষে নিয়ে এগিয়ে চলে
কির্তনীয়ার করতালি গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন