ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

| অ্যাস্ট্রের ছাই |
-----------------সুদীপ্ত সেন(ডট.পেন)

আমি চুরুটের কাছে প্রতিশ্রুতি বদ্ধ
সে বলেছে এটা খেলে তুমি কবিতা লিখতে পারবে দু-কলম, আমিও চেষ্টা করলাম।

আমি ছিলিমের কাছে বারবার জেদ করেছি ঘুমোনোর,
ছিলিম আমায় দিয়েছিলো একবার 'ঘুম' ক্লান্তিহীন পাগলা করা ঘুম।
একটা সবুজ রঙের বমি করা হয়েছিলো খাটের নীচে,সেখানে ব্যাক্টেরিয়া আর মাছি বসেছিল।

আমি লোকাল ট্রেনের ভিড়ে ঘেমে যাওয়া টি-শার্ট হোস্টেলের তারে ঝুলিয়ে দিয়েছিলাম, হাওয়াই শুকলো।

আমি আজাহারুলের চোখে ঘন্টা আর আজানের শব্দকে মেলাবার চেষ্টা করেছি বহুবার কিন্তু কেমন একটা দূরত্ব আতর আর চন্দনকে চিহ্নিত করেছে.....

আমি ক্লান্ত হয়েছি আর ব্যর্থ হয়ে ফিরে গেছি সিগারেটের কাছে
জ্বলে গেল কিন্তু কিছু লাভ হয়নি, ছাই পেল অ্যাস্ট্রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন