ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

উন্নয়ন আজ বোঝা হয়েছে সকলের মাথায়,
বাঁচার উপায় নাকি শুধু রং নীল-সাদায়।
আঙুল মুখে থাকায় শ্রেয়, নইলে হবে ছবি আঁকা,
উড়ালপুল দিয়ে শুধু যাইবে সাইকেলের চাকা।
দোষের ভাগীদার সব দশ চাকার বড় যন্ত্র,
সমর্থন করিল সাথে থমকে যাওয়া, কাজ মেট্রো।
সিংহাসন রাখতে ধরে মেতেছে ধ্বংসের খেলায়,
অট্টালিকার ওই ছোট্ট চড়ুই আজ বিলুপ্তপ্রায়।।

               দূর্বিসহ/অয়ন কর্মকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন