ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১ অক্টোবর, ২০১৮

আঠারো বছর

                   সুমিত বিশ্বাস

ওরে তোরা শোন কান পেতে
মোহে তোরা যাস না মেতে৷
পৃথিবী আজ অস্তাচলে
যাস নাতোরা সেটা ভুলে ৷
তোরা তো দেশের আর্দশ ছেলে
গড়বি দেশটা সবাই মিলে৷
অমূর্খ রা বলছে কথা
রাজসভা তে যথাতথা ৷
ওদের কথায় পাচ্ছে ব্যথা
জন্মদাতা ও ভারতমাতা৷
দেশ টা আজ দিচ্ছে বেচে
এক প্লেট ভাত ও মাছে৷
এরাই নাকি দেশের নেতা
ওদের কাছে দেশের খাতা৷
কারচুপি সব করছে তারা
তোরা সব রুখে দাড়া৷
তোরা সব দেশে সেরা
আঠারো বছর যে তোরা৷
তোদের রক্ত হুঙ্কার মারে
ওদের কে সব করবে দূরে৷
মোদের দেশ তোদের হাত ধরে
আবার সত্য পথে আসবে ফিরে৷

1 টি মন্তব্য: