জলফড়িং ওয়েব ম্যাগের পক্ষ থেকে আপনাকে প্রথমেই জানাই নমস্কার।
-->>
১.) ছোটো থেকেই গানের সাথে বড়ো হওয়া। ছোটোতেই কী ভেবেছিলেন আজকের শুভাশিস মুখোপাধ্যায়কে ?
উ:- গান নিয়েই জীবন কাটাতে চেয়েছি ছোট থেকেই।তবে গান যে একটা তুমুল পরিশ্রমের শিল্প সেটা বুঝেছি অনেক পরে।আজ তারই ফল পাচ্ছি এ বয়সে এসে।
২.) কত বছর বয়স থেকে গান বাজনার শুরু?
উ:- ২ বছর।
৩.) গান ছাড়াও অন্যকোনো পেশা কী আছে?
উ:- না।তবে নেশা আছে।লেখার ও ছবি আঁকার।
৪.) এতদিন পর্যন্ত ক'টা অ্যালবাম হয়েছে আপনার ?
উ:-একটাও নয়।
৫.) মূলত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, এছাড়া আর কী ভালো লাগে?
উ:- যে কোনো ধরণের ভালো গানই, যা শান্তি দেয় মনকে, ভালোবাসি।
----------------------------------------------------------------------------
যথেষ্ট বেশি।তবে শিক্ষিত শ্রোতা খুব কম
---------------------------------------------------------------------------
৬.) শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে পছন্দ করেন কতটা?
উ:- যতটা পছন্দ করলে গানটা ভেতরকে শান্তি দেয়।
৭.) এখন শাস্ত্রীয় সঙ্গীত শোনা মানুষের সংখ্যা কতখানি?
উ:- যথেষ্ট বেশি।তবে শিক্ষিত শ্রোতা খুব কম।
৮.) কখনও গান, কখনও তানপুরা কখনওবা দু-চার লাইনে কথা প্রকাশ। তাহলে কী বলতে পারি শুভাশিস একজন কবিও?
উ:-মন যখন যাকে মাধ্যম করে,তখন সে'ই প্রকাশ পায়।তবে নিজেকে কবি ভাবার স্পর্ধা নেই আমার।
৯.) এখন অবধি পাওয়া পুরস্কার? প্রথমের উপলব্ধি কেমন ছিল?
উ:-পুরস্কার অনেক পেয়েছি।সুরমনি, আচার্য গিরিজাশংকর চক্রবর্তী পুরস্কার, বিজন ঘোষ দস্তিদার স্বর্নপদক।প্রথম পেয়েছিলাম যদুভট্ট পুরস্কার। নিয়েছিলাম গুরু মানস চক্রবর্তীর হাত থেকে। খুবই রোমাঞ্চকর সে অনুভুতি।
১০.) আচ্ছা এরকম মনে হয় কখনও যে, মাঝে মাঝে আধুনিক কিছু গায় যেমন ধরুন পাগলু বা ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো?
👏(মজা করলাম কিন্তু )👏
উ:-দুটোই শুনিনি। তাই বলা মুশকিল। তবে এটুকু ভাবি,যে কোনো গান বানানোই একটা বিশেষ ক্ষমতা ও যোগ্যতার ব্যাপার।কে কোনটা বানিয়ে আনন্দ পাবেন,একান্তই তার ব্যাপার।
--------------------------------------------------------------------------------------------
কিছুই দিতে পারিনি।চেষ্টা করছি সুর লাগাবার।শিখছি প্রতিনিয়ত।
-----------------------------------------------------------------------------------------------
১১.) অরিজিৎ সিং বা অনুপম রায়ের মধ্যে থেকে যদি বলি নির্বাচন করে নিন ১০ এর মধ্যে ৯ দেওয়ার জন্য, কাকে দেবেন?
উ:-অরিজিৎ সিং
১২.) পুজোতে আপনার গান বেরল,বেরল জয় দার গান তারপর নচিকেতা দার, জানি সব গানই আলাদা ভাবধারার তাও বলব কী মনে হয় কার গান মানুষ বেশি চায়বে?
উ:- আমার গানের থেকে এদের গান অনেক বেশি চাইবে মানুষ। এরা এ জগতে প্রথিতযশা ও অভিজ্ঞতায় অনেক বড় আমার চেয়ে।এটুকু বলতে পারি।
১৩.) কেমন ভাবে কাটে ছুটির দিনগুলো?
উ:- গান শুনে,ভালো খাওয়াদাওয়া করে।সৃষ্টি শীলতায়।
১৪.) সঙ্গীতকে কতটা কী দিয়েছেন এখন অবধি, যাতে করে সঙ্গীত আপনাকে মনে রাখবে?
উ:-কিছুই দিতে পারিনি।চেষ্টা করছি সুর লাগাবার।শিখছি প্রতিনিয়ত।
১৫.) প্রশ্ন করি যদি শাস্ত্রীয় সঙ্গীত কী দিলো আপনাকে, কী বলবেন শুভাশিস মুখোপাধ্যায়?
উ:- ভালোবাসার আশ্রয়। বিশ্বাসের অবলম্বন। নিঃশ্বাসের আয়ু।
১৬.) ইমন প্রিয় নাকি ভৈরব?
উ:-দুটোই।তবে গাওয়া বেশী হয় ইমন।
১৭.) রাগ রেওয়াজ করার জন্য কী নির্দিষ্ট কোনো সময় হয়? (একান্ত আপনার মতামত চাই)
উ:- নিশ্চয়ই হয়।যে সময়ের রাগ অন্তত তার কাছাকাছি সময়ে সেই রাগ সাধলে সে রাগের অন্তর্নিহিত ব্যঞ্জনা উপলব্ধিতে ধরা পড়ে।
১৮.) নতুন কী উপহার পাচ্ছি আপনার থেকে?
উ:-বেশ কিছু ছাত্রছাত্রী আমার রচিত নতুন মৌলিক বাংলা গান নিয়ে আসছে সামনে।এছাড়া আমি নিজেও কিছ কাজ করবো ভাবছি, দেখা যাক কি হয় শেষপর্যন্ত।
১৯.) নতুন যারা উঠছে তাদের কী বলবেন?
উ:-সঙ্গীত কেবল বিনোদন নয়,শিক্ষা নিয়ে পরিশ্রম করে,সাধনা করে আয়ত্ত করতে হয়।এইটি মনে রেখে আজীবন সুরের অনুগত হয়ে থেকো।
২০.) ওয়েব ম্যাগ সম্পর্কে আপনার কাছে কী রকম অনুভূতি?
উ:-ভালোই তো লাগে।ঘরে বসে শুধুমাত্র একটি আঙুলের চাপেই এক বইঘরে প্রবেশ।
♥ | স্বাদে শুভাশিস | ♥
প্রিয় খাবার :-কুঁচো চিংড়ি দিয়ে আলু পোস্ত,পাঁঠার মাংস, বিভিন্ন ধরনের মাছ,চাইনিজ
প্রিয় পোশাক :-পাঞ্জাবি পাজামা
প্রিয়ঋতু :- শীত
প্রিয় রং :- বাসন্তী
প্রিয় রবীন্দ্র সঙ্গীত :- তব প্রেম সুধারসে মেতেছি
প্রিয় কবি :-রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, শ্রীজাত
প্রিয় গায়িকা :-লতা মঙ্গেশকর, নির্মলা মিশ্র,গীতা দত্ত,সন্ধ্যা মুখোপাধ্যায়, বেগম আখতার,শ্রীলা বন্দ্যোপাধ্যায়
প্রিয় গায়ক :-পন্ডিত মানস চক্রবর্তী, হেমন্ত মুখোপাধ্যায়, জগজিৎ সিং,উস্তাদ আব্দুল করিম খাঁ,পন্ডিত ভীমসেন যোশী,পন্ডিত মল্লিকার্জুন মনসুর।
প্রিয় সিনেমা :-সীমাবদ্ধ,জন অরণ্য, শাখা প্রশাখা, শোলে,ওহ মাই গড,vertigo,গল্প হলেও সত্যি,ধন্যিমেয়ে,নায়ক,মেঘে ঢাকা তারা,একদিন প্রতিদিন
আপনার চোখে কিশোর কুমার :-
ব্যাকরণ দিয়ে যাকে বিচার করা যায়না,তেমন এক ক্ষণজন্মা শিল্পী
মায়ের জন্য একলাইন :- আমার অস্তিত্বর ধারক
দূর্গাপূজোর কোন দিনটা প্রিয় :- সপ্তমী
(😂) তানপুরা আর হারমুনিয়াম এর মধ্যে কোনটা চুরি গেলে দুঃখ পাবেন (👏)
উ:-তানপুরা
=================================
প্রশ্নে সুদীপ্ত সেন (ডট.পেন)
শুভাশিস বাবুর সাথে কথা বলে অসম্ভব ভালো লেগেছে আমার।
-->>
১.) ছোটো থেকেই গানের সাথে বড়ো হওয়া। ছোটোতেই কী ভেবেছিলেন আজকের শুভাশিস মুখোপাধ্যায়কে ?
উ:- গান নিয়েই জীবন কাটাতে চেয়েছি ছোট থেকেই।তবে গান যে একটা তুমুল পরিশ্রমের শিল্প সেটা বুঝেছি অনেক পরে।আজ তারই ফল পাচ্ছি এ বয়সে এসে।
২.) কত বছর বয়স থেকে গান বাজনার শুরু?
উ:- ২ বছর।
৩.) গান ছাড়াও অন্যকোনো পেশা কী আছে?
উ:- না।তবে নেশা আছে।লেখার ও ছবি আঁকার।
৪.) এতদিন পর্যন্ত ক'টা অ্যালবাম হয়েছে আপনার ?
উ:-একটাও নয়।
৫.) মূলত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, এছাড়া আর কী ভালো লাগে?
উ:- যে কোনো ধরণের ভালো গানই, যা শান্তি দেয় মনকে, ভালোবাসি।
----------------------------------------------------------------------------
যথেষ্ট বেশি।তবে শিক্ষিত শ্রোতা খুব কম
---------------------------------------------------------------------------
৬.) শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে পছন্দ করেন কতটা?
উ:- যতটা পছন্দ করলে গানটা ভেতরকে শান্তি দেয়।
৭.) এখন শাস্ত্রীয় সঙ্গীত শোনা মানুষের সংখ্যা কতখানি?
উ:- যথেষ্ট বেশি।তবে শিক্ষিত শ্রোতা খুব কম।
৮.) কখনও গান, কখনও তানপুরা কখনওবা দু-চার লাইনে কথা প্রকাশ। তাহলে কী বলতে পারি শুভাশিস একজন কবিও?
উ:-মন যখন যাকে মাধ্যম করে,তখন সে'ই প্রকাশ পায়।তবে নিজেকে কবি ভাবার স্পর্ধা নেই আমার।
৯.) এখন অবধি পাওয়া পুরস্কার? প্রথমের উপলব্ধি কেমন ছিল?
উ:-পুরস্কার অনেক পেয়েছি।সুরমনি, আচার্য গিরিজাশংকর চক্রবর্তী পুরস্কার, বিজন ঘোষ দস্তিদার স্বর্নপদক।প্রথম পেয়েছিলাম যদুভট্ট পুরস্কার। নিয়েছিলাম গুরু মানস চক্রবর্তীর হাত থেকে। খুবই রোমাঞ্চকর সে অনুভুতি।
১০.) আচ্ছা এরকম মনে হয় কখনও যে, মাঝে মাঝে আধুনিক কিছু গায় যেমন ধরুন পাগলু বা ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো?
👏(মজা করলাম কিন্তু )👏
উ:-দুটোই শুনিনি। তাই বলা মুশকিল। তবে এটুকু ভাবি,যে কোনো গান বানানোই একটা বিশেষ ক্ষমতা ও যোগ্যতার ব্যাপার।কে কোনটা বানিয়ে আনন্দ পাবেন,একান্তই তার ব্যাপার।
--------------------------------------------------------------------------------------------
কিছুই দিতে পারিনি।চেষ্টা করছি সুর লাগাবার।শিখছি প্রতিনিয়ত।
-----------------------------------------------------------------------------------------------
১১.) অরিজিৎ সিং বা অনুপম রায়ের মধ্যে থেকে যদি বলি নির্বাচন করে নিন ১০ এর মধ্যে ৯ দেওয়ার জন্য, কাকে দেবেন?
উ:-অরিজিৎ সিং
১২.) পুজোতে আপনার গান বেরল,বেরল জয় দার গান তারপর নচিকেতা দার, জানি সব গানই আলাদা ভাবধারার তাও বলব কী মনে হয় কার গান মানুষ বেশি চায়বে?
উ:- আমার গানের থেকে এদের গান অনেক বেশি চাইবে মানুষ। এরা এ জগতে প্রথিতযশা ও অভিজ্ঞতায় অনেক বড় আমার চেয়ে।এটুকু বলতে পারি।
১৩.) কেমন ভাবে কাটে ছুটির দিনগুলো?
উ:- গান শুনে,ভালো খাওয়াদাওয়া করে।সৃষ্টি শীলতায়।
১৪.) সঙ্গীতকে কতটা কী দিয়েছেন এখন অবধি, যাতে করে সঙ্গীত আপনাকে মনে রাখবে?
উ:-কিছুই দিতে পারিনি।চেষ্টা করছি সুর লাগাবার।শিখছি প্রতিনিয়ত।
১৫.) প্রশ্ন করি যদি শাস্ত্রীয় সঙ্গীত কী দিলো আপনাকে, কী বলবেন শুভাশিস মুখোপাধ্যায়?
উ:- ভালোবাসার আশ্রয়। বিশ্বাসের অবলম্বন। নিঃশ্বাসের আয়ু।
১৬.) ইমন প্রিয় নাকি ভৈরব?
উ:-দুটোই।তবে গাওয়া বেশী হয় ইমন।
১৭.) রাগ রেওয়াজ করার জন্য কী নির্দিষ্ট কোনো সময় হয়? (একান্ত আপনার মতামত চাই)
উ:- নিশ্চয়ই হয়।যে সময়ের রাগ অন্তত তার কাছাকাছি সময়ে সেই রাগ সাধলে সে রাগের অন্তর্নিহিত ব্যঞ্জনা উপলব্ধিতে ধরা পড়ে।
১৮.) নতুন কী উপহার পাচ্ছি আপনার থেকে?
উ:-বেশ কিছু ছাত্রছাত্রী আমার রচিত নতুন মৌলিক বাংলা গান নিয়ে আসছে সামনে।এছাড়া আমি নিজেও কিছ কাজ করবো ভাবছি, দেখা যাক কি হয় শেষপর্যন্ত।
১৯.) নতুন যারা উঠছে তাদের কী বলবেন?
উ:-সঙ্গীত কেবল বিনোদন নয়,শিক্ষা নিয়ে পরিশ্রম করে,সাধনা করে আয়ত্ত করতে হয়।এইটি মনে রেখে আজীবন সুরের অনুগত হয়ে থেকো।
২০.) ওয়েব ম্যাগ সম্পর্কে আপনার কাছে কী রকম অনুভূতি?
উ:-ভালোই তো লাগে।ঘরে বসে শুধুমাত্র একটি আঙুলের চাপেই এক বইঘরে প্রবেশ।
♥ | স্বাদে শুভাশিস | ♥
প্রিয় খাবার :-কুঁচো চিংড়ি দিয়ে আলু পোস্ত,পাঁঠার মাংস, বিভিন্ন ধরনের মাছ,চাইনিজ
প্রিয় পোশাক :-পাঞ্জাবি পাজামা
প্রিয়ঋতু :- শীত
প্রিয় রং :- বাসন্তী
প্রিয় রবীন্দ্র সঙ্গীত :- তব প্রেম সুধারসে মেতেছি
প্রিয় কবি :-রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, শ্রীজাত
প্রিয় গায়িকা :-লতা মঙ্গেশকর, নির্মলা মিশ্র,গীতা দত্ত,সন্ধ্যা মুখোপাধ্যায়, বেগম আখতার,শ্রীলা বন্দ্যোপাধ্যায়
প্রিয় গায়ক :-পন্ডিত মানস চক্রবর্তী, হেমন্ত মুখোপাধ্যায়, জগজিৎ সিং,উস্তাদ আব্দুল করিম খাঁ,পন্ডিত ভীমসেন যোশী,পন্ডিত মল্লিকার্জুন মনসুর।
প্রিয় সিনেমা :-সীমাবদ্ধ,জন অরণ্য, শাখা প্রশাখা, শোলে,ওহ মাই গড,vertigo,গল্প হলেও সত্যি,ধন্যিমেয়ে,নায়ক,মেঘে ঢাকা তারা,একদিন প্রতিদিন
আপনার চোখে কিশোর কুমার :-
ব্যাকরণ দিয়ে যাকে বিচার করা যায়না,তেমন এক ক্ষণজন্মা শিল্পী
মায়ের জন্য একলাইন :- আমার অস্তিত্বর ধারক
দূর্গাপূজোর কোন দিনটা প্রিয় :- সপ্তমী
(😂) তানপুরা আর হারমুনিয়াম এর মধ্যে কোনটা চুরি গেলে দুঃখ পাবেন (👏)
উ:-তানপুরা
=================================
প্রশ্নে সুদীপ্ত সেন (ডট.পেন)
শুভাশিস বাবুর সাথে কথা বলে অসম্ভব ভালো লেগেছে আমার।
প্রণাম জানাই।
উত্তরমুছুন