আন্তরিকতা বিলুপ্ত/সুপ্রিয়া চক্রবর্ত্তী
২৮/৮/১৮
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴✴✴✴
সুবিশাল এই পৃথিবীতে,কোটি কোটি
মানুষের ভিড়ে,তুমি ক্ষুদ্র একটি প্রাণ,
কে তোমার খোঁজ রাখে? প্রত্যেকে ব্যস্ত
নিজেকে নিয়ে,আপনারে নিয়ে আপনি
হয়রাণ, ব্যস্ত এ জীবনের পথে,প্রত্যেকেই
একান্ত একা,,,,
কিন্তু কেনো এত শুন্যতা,হাহাকার সবার ভিতরে? সকলেই আছে তবু কেউ নেই যেনো,শত, শত প্রাচুর্যের ভিড়ে,আনন্দ মুছে গেছে কেনো,জীবন থেকে সবার?
উত্তর কি জানা আছে
কারো? ছোট ছোট পাওনা গুলো হারিয়ে গেছে,যেগুলো মানুষকে দিত নিখাদ আনন্দ,,,,
বহির্জগতের সবটাই মুখোশের মধ্যে, মেকি হাসি দিয়ে সাজানো আন্তরিকতা,অন্তর হারিয়েছে আজ মানুষ,সম্পর্ক আজ আন্তরিকতা হীন,পয়সায় মোড়া,অর্থই
অনর্থের মূল,স্বার্থ নিয়ে মানুষে,মানুষে
সম্পর্ক,ভালোবাসা গেছে হারিয়ে,বিবেক
মাড়িয়ে,পদপিষ্ট অন্তর আর আন্তরিকতা।
২৮/৮/১৮
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴✴✴✴
সুবিশাল এই পৃথিবীতে,কোটি কোটি
মানুষের ভিড়ে,তুমি ক্ষুদ্র একটি প্রাণ,
কে তোমার খোঁজ রাখে? প্রত্যেকে ব্যস্ত
নিজেকে নিয়ে,আপনারে নিয়ে আপনি
হয়রাণ, ব্যস্ত এ জীবনের পথে,প্রত্যেকেই
একান্ত একা,,,,
কিন্তু কেনো এত শুন্যতা,হাহাকার সবার ভিতরে? সকলেই আছে তবু কেউ নেই যেনো,শত, শত প্রাচুর্যের ভিড়ে,আনন্দ মুছে গেছে কেনো,জীবন থেকে সবার?
উত্তর কি জানা আছে
কারো? ছোট ছোট পাওনা গুলো হারিয়ে গেছে,যেগুলো মানুষকে দিত নিখাদ আনন্দ,,,,
বহির্জগতের সবটাই মুখোশের মধ্যে, মেকি হাসি দিয়ে সাজানো আন্তরিকতা,অন্তর হারিয়েছে আজ মানুষ,সম্পর্ক আজ আন্তরিকতা হীন,পয়সায় মোড়া,অর্থই
অনর্থের মূল,স্বার্থ নিয়ে মানুষে,মানুষে
সম্পর্ক,ভালোবাসা গেছে হারিয়ে,বিবেক
মাড়িয়ে,পদপিষ্ট অন্তর আর আন্তরিকতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন