ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১ অক্টোবর, ২০১৮


নির্লজ্জ সভ্যতা
  --সৌনক ভট্ট
বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, মানুষ আজ সত্যি দৃষ্টিহীন।
চোখ থাকতেও তারা দেখতে পায় না।
 তারা দেখতে পায় না..
এ সমাজের সমস্ত প্রহসন জনিত কাজ,কর্ম
 কারো মুখে থাকে না কোন কথা কোন প্রতিবাদ ।
সত্যিই আজ মানুষ হয়েছে বোবা।
 আবার কেউবা প্রতিবাদে এগিয়ে গিয়েও
পিছিয়ে আসতে হয় অনেকের ভয়ে।
 এ সমাজের অগ্রদূত ছাত্র  -যুব সমাজ তারা ও প্রতিবাদে,
 এগিয়ে গিয়ে পিছিয়ে পড়ে।
আজ প্রতিবাদের ভাষা নিস্তব্ধ সবার মুখে।
 ছাত্র এখন বোকা হয়ে দাঁড়িয়েছে ফুটপাতে।
 হায় রে ! সভ্যতা...
তোমার চোখেও কী রয়েছে বাধা কালো কাপড়ে।
নিজের বুদ্ধি বিক্রত আজ অন্য জনের কাছে ।
সত্যিই নির্লজ্জ এ সমাজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন