ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

এক্সক্লুসিভ প্রীতি





প্রথমেই জলফড়িং-র পক্ষ থেকে আপনাকে জানাই নমস্কার।

প্রাতিঃ- নমস্কার

১.) ঠিক কখন থেকে শিল্পী প্রীতি পন্ডিত এই ডাক কানে আসছিল মনে আছে?

উঃ-ছোট থেকে আবৃত্তি করতাম।আমি সি.টি.ডি -র (সি.টি.ডি একটি NGO. ছোটদের নিয়ে কাজ করেন। তারা যাতে নিজেদের সুস্থ সুন্দর জীবন পায়। ) স্পনসর চাইল্ড ছিলাম।খুব উৎসাহ পেতাম সেখানেই এই শিল্পী প্রীতি পন্ডিত শব্দগুলি শোনা। সত্যি শিল্পী কি না জানা নেই।

---------------------------------



এখানে প্রীতি শুধুই তাদের
----------------------------------


২.) আবৃত্তি চর্চা কি ছোটো থেকেই?
উঃ-হু‍ঁ । ওই ছয় ,সাত বছর থেকে।

৩.) ছোটোবেলায় কোন ধরনের আবৃত্তি বেশি পছন্দ ছিল?

উঃ-মজার ছড়া, সুকুমার রায় ,রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছোট থেকেই পছন্দ।

৪.) প্রথম পাওয়া কিছু পুরস্কার বা সম্মান এখন পর্যন্ত?
উঃ-পুরস্কার, সম্মান বেশ কিছু পেয়েছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কবিতা শোনেন। উৎসাহ দেন,খারাপ লাগলেও বলেন।বিশেষ করে অনেক বাংলাদেশের মানুষের ভালবাসা পাই। আন্তরিকতা পাই যা আমাকে এগিয়ে চলার প্রেরনা দেয়।এর থেকে বড় পুরষ্কার আমার কাছে কিছুনা।

৫.) কোথাও আবৃত্তি করতে গেছেন, সেখানকার বিশেষ কোনো মুহূর্ত যা কখনও ভুলবেন না?

উঃ- অনেক অনুষ্ঠান আমার কাছে স্মরনীয়। যখন আবৃত্তির পরে সাধারণ মানুষ এসে কেমন লাগলো জানান।সেগুলো ভোলা যায় না।


৬.)বাচিক শিল্পী প্রীতি পন্ডিত পছন্দ নাকি শুধু প্রীতি পন্ডিত?
উঃ-

শুধু প্রীতিই বেশী ভালো লাগে শুনতে‌।

৭.) বাচিক শিল্পী হিসেবে নিজেকে কত  নম্বর দেবেন?

উঃ- আমি নম্বর দেবার কে। আমি সাধারণ মানুষের জন্য কবিতা করি, নম্বর কিছুটা পেয়েছি বলে মনে হয়। না হলে আবৃত্তি টা চালিয়ে যেতে পারতাম না।

৮.)যদি কেউ আপনাকে বলে যে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনান তাহলে কোন কবিতাটি করবেন?
উঃ-
কৃপন। খুব প্রিয় কবিতা ।

৯.) প্রীতি পন্ডিতকে হুমকি দেওয়া হলো, বলা হলো আবৃত্তি করা যাবেনা। কি করবে প্রীতি?
উঃ-
ওসব পাত্তাই দেবো না। তবে সাধারণ মানুষের খারাপ লাগার % বেশি হলে ‌বন্ধ করে দেবো ।তবে কবিতা পড়ার অভ্যাস ছাড়তে পারবো না। তাহলে বাঁচবো না

১০.) শ্রীজাত নাকি জয় গোস্বামী কাঁর লেখা আবৃত্তির জন্য আপনাকে টানে?

উঃ-দুই কবিই আমার খুব প্রিয়। তবে কবি জয় গোস্বামীর লেখা কবিতা একটু বেশীই টানে।

______________________





অবশ্যই ব্রততী বন্দোপাধ্যায়। কারণ দিদি আবৃত্তিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন।
______________________

১১.) এতো মানুষের ভালোবাসা তাদের প্রতি আপনার দায়বদ্ধতা?

উঃ-আবৃত্তির কাজ করে যাবো। বিভিন্ন ধরনের আবৃত্তি করার চেষ্টা করবো। আর সকলের ভালবাসার মর্যাদা রাখার চেষ্টা করবো।

১২.) আচ্ছা এত পপুলার আপনি, আমরা কবে দেখব প্রীতি পন্ডিত কোনো চ্যানেলে বিজয়া বৈঠকে ব্রতীত দেবীর মতো টিভির পর্দায় আবৃত্তি করছেন?

উঃ-পপুলার কি না জানা নেই ।আর টি .ভি তে এখন কাজের কোন পরিকল্পনা নেই। তবে কখনও হলেও হতে পারে।


১৩.) আপনার পছন্দের আবৃত্তি শিল্পীর নাম যার সাথে বসে আপনি কফি খেতে খেতে আপনার সবচেয়ে প্রিয় কবিতাটি একসাথে করতে চান?

উঃ-অবশ্যই ব্রততী বন্দোপাধ্যায়। কারণ দিদি আবৃত্তিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। আমি তার ছাত্রী নই কিন্তু ভক্ত বলা যেতে পারে। যদি সত্যিই কোন দিন সুযোগ হয় রবি ঠাকুরের কোন কবিতা আবৃত্তি করবো।

১৪.) Youtube এ কবিতা আবৃত্তি করার মূল ধারণা কোথা থেকে? কিংবা কার কাছে পাওয়া?
উঃ-
আবৃত্তি ছড়িয়ে দেওয়া উদ্যেশ্য। আর সব ধরনের শ্রোতা ইউটিউবে থাকেন। সেকথা ভেবেই পথ চলা শুরু।

১৫.) Youtube এ সফলতা পেতে কত দিন সময় লেগেছে?
উঃ-বছর তিন।

----------------------



পপুলার কবিতা করে ভিউ পাব এই ধারণা ত্যাগ করতে হবে। নতুন কিছু চেষ্টা করুন।
-------------------

১৬.) কোনো একটা ভিডিও বানাতে কিংবা ইউটিউবের জন্য  প্রতিদিন কত সময় ব্যয় করেন ?
উঃ-প্রতিদিন তো করি না ইউটিউব আপলোড। সপ্তাহে একদিন ৪৫-৬০ মিনিট মতো।

১৭.) ইউটিউব তা কি প্রফেশন নাকি হবি কোনটা বেছে নেবেন?

উঃ-দুটোই।

১৮.) যারা নুতুন বাচিক শিল্পীঃ ভাবে ইউটিউব কে বেছে নিতে চান তাদের উদ্দেশে কিছু বলুন।
উঃ-
১-পপুলার কবিতা করে ভিউ পাব এই ধারণা ত্যাগ করতে হবে। নতুন কিছু চেষ্টা করুন।

২-টাকা ইনকাম হবে এই ধারণা থাকলে ত‍্যাগ করুন।

৩-ভালো কাজ করলে ভালোবাসা পাবেই ।

   ৷ প্রীতি'র পছন্দ ৷

১. প্রিয় রঙঃ-সবুজ

২. প্রিয় পোশাকঃ-শাড়ি(যদিও বছরে একবার পড়ি)

৩. প্রিয় শহরঃ-কলকাতা

৪. প্রিয় খাবারঃ-চিলিচিকেন

৫. কোনো ক্রাশঃ- সে তো আছেই।(বললে পেটাবে লোক)

৬. প্রিয় বাংলা সিনেমাঃ-সাড়ে চুয়াত্তর

৭. প্রিয় গায়কঃ-শান

৮. আপনার চোখে আপনার মাঃ-
খুব রাগী, খুব বকে, আর খুব সহজসরল, সবাইকে ভালোবাসে।

৯. প্রিয় কবিতা যেটা বারবার বারবার করতে চাইবেনঃ-

কৃপন -রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।

১০. বাচিক শিল্পী প্রিতী পন্ডিতের চোখে কবি "জয় গোস্বামী"ঃ-
প্রিয় কবি জয় গোস্বামী।
প্রান আছে কবিতায়, অন্য রকম ভালোলাগা।



[ ধন্যবাদ 'প্রীতি দেবী',  প্রশ্ন করেছেন "জলফড়িং"-র গুচ্ছ কবিতার সম্পাদক+ ডিজাইনার 'মানস খাঁড়া' মহাশয় ]

২টি মন্তব্য: