ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

কবিতার নাম--" কে বলেছে এটা অনিয়ম "/ বলাই দাস, কুয়েত।
                            ~~~~~~~~~~~~~~~~~~~~
বহুদিন পরে শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে এলাম
সেদিন মহা অষ্টমীর বড় পূজো চলছে খুব ধুমধাম
মা মাসী পিসি কাকিমা জেঠিমা সকলের সেকি আনন্দ
ভাইবোনেদের তো কোন কথাই নেই, বন্ধু-বান্ধব সকলে
আমায় পেয়ে আনন্দের জোয়ারে গা- ভাসিয়ে দিলো
বাবা মেসো পিসে মশায় কাকা মামা মামিদের মুখটা
একটু কেমন যেন অন্যরকম ভাব দেখালো -!
মনটা একটু বিষাদে ভরেগেল, ফাঁকে পেয়ে মাকে বললাম- মা যা বলল এই মোটা মাথায় পুরোটা ঠিকমতো ঠুকলো না, চিন্তায় মাথাভারাক্রান্ত !  অষ্টমী নবমী কোনরকমে কেটে গেল
বিজয়াদশমীতে ঝেড়ে উঠে দাঁড়ালাম আগের মতো বেপরোয়া মন নিয়ে বিকেলেরদিকে মণ্ডপে গেলাম ভাঙ খেয়ে খুব নেচেছিলাম
মনে একটা ভয় ভাব ছিল,পঞ্চায়েতে সালিশি সভা হয়েছিল
সেই থেকে আমি গ্রাম ছাড়া হয়েছিলাম।
তখন গোধূলি,তুই দাঁড়িয়ে আছিস একটু দূরে পরনে সাদা কামিজ- কুর্তা, নজর পড়তেই দৌড়ে গেলাম ডান হাতে একমুঠো সিঁদুর
কোন কথা না বলে তোর অজান্তেই জড়িয়ে ধরে মাখিয়ে দিলাম সিঁদুর। সারা মুখ কপাল সিঁথি বরাবর মাথা অব্দি.....তুই আমায় কেবল বাধা দিয়ে  বললি-- ইস্-- একি করলে তুমি !
কে যেন পেছন থেকে বলল-- এ কি করলি ? হায়, হায়!  ওযে বিধবা ! বিধবার গায়ে সিঁদুর!   
আমি তো অবাক!  এ সধবা হলোই বা কবে, আবার বিধবা হলোই  বা কবে ??   কে বলেছে এটা অনিয়ম ??
এই দু'বছরে এতকিছু ঘটলো কবে ?
সেবার বেঁচে গিয়েছিলিস হতভাগা দেশ ছেড়ে শহরে গিয়ে, ফিরে এসে আবার অঘটন ! এবার আর নয়, ওকে বিয়ে করতেই হবে তোকে ?
বিসর্জনে বোধন !  এতো দেবী মায়ের আশীর্বাদ । যে রঙ ওর জীবন থেকে হারিয়ে গিয়েছে আমি সে রঙ ওকে ফেরত দিলাম। 
আকাশে তারাদের হাসি, জোছনার উথালিপনা  উতল হাওয়ার আশীষ।  সব মিলিয়ে এই কুলাঙ্গার কৃপাপ্রার্থি। আমি রাজি। বাল্যবিধবা সধবা হোক এই সমাজের কু- নজর থেকে......
               ==============

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন