ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

চেনা - অচেনার তীরে
তপনকান্তি মুখার্জি

যে কাঁথাটায় লেগে আছে আমার শৈশব- গন্ধ
সেখানে এখন অস্তাযমান সূর্যের রক্তাভ আলো ।
যে নীল কষ্টে জড়িয়ে আছে আমার প্রেমের ক্ষত
সেখানে আজ নজর - হারানো চোখের ফ্যালফ্যালে
 দৃষ্টি ।
না - পাঠানো যে চিঠিতে মিশে আছে অগোছালো নিঃশ্বাস
সেখানে এখন সহবাসের অদৃশ্য ছায়া ।
চোখ বন্ধ করলেও আজ সব নজরে আসে ।
এ যেন অনন্ত মগ্নতার বিমূর্ত প্রবাহ ,
স্বপ্নচারা- সময়কে ফাঁকি দিয়ে যা অজান্তেই বেড়ে ওঠে ,
মাটি খোঁজে প্রান্তিক স্টেশনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন