নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

মাকে লেখা অর্গান

বিশ্বজিৎ মণ্ডল

অদূরে ছড়ানো আমার শ্রমজীবী সকাল....

এখানে মাকে উপাচার করি,আপেল রঙা ....
কতদিন অভুক্ত উচ্চারণে মা তুমি এঁঁকে গ্যাছো
পরিযায়ী বেদনার দিন

তবুও আজন্ম চেয়েছি____মাকে
সেইসব হলুদ বসন্ত ঢেলে আমি তো বিষণ্ণ পরিযাণ
মেনেছি__মা তোমার এইসব কাঙাল পর্যটন...

জন্মান্তর ছুঁঁয়ে মা আমি আরো একবার উচ্চারণ করি
তুঙ্গভদ্রার তীরে শাল্মল-জীবন...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন