ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

আমন্ত্রিত লেখক

নতুন বিজ্ঞাপন
তৈমুর খান
🌸
এই ভোরবেলা বিনয়ী হব না বিদ্রোহী?
দূর্বাঘাসের কাছে বসেছি
এখানে আমার বিবাহের ঘ্রাণ লেগে আছে

আকাশ রক্তাক্ত কেন রোজ?
কার তবে রক্তমাখা শাড়ি?
সমস্ত স্নেহের হাতে ঝলসে ওঠে রোদের তরবারি

জলের কল্লোল এসো
আর সব উল্লাসের পাখি
দুর্বার গার্হস্থ্যে নৌকা বাঁধি
ময়ূরেরা পেখম মেলুক
সমস্ত ঈর্ষার দিনে চুম্বন বিছিয়ে বসি চলো
আমাদের বিজ্ঞাপনে গোলাপ ফুটুক….
                

২টি মন্তব্য: