"কবি কল্পনা"
চঞ্চল ভট্টাচার্য
তুমি গেছো কি কখনো
ওই দূরে সেই তারা'দের বাড়ি
অন্ধকারে,
নিদ্রা অগভীরে!!
যাওনি তো!!
কবিরা যাচ্ছে প্রতিদিনই,
না ঘুমিয়ে যারা স্বপ্নে ভাসে তারাই কবি,
আয়নায় দেখে প্রতিচ্ছবি,
নিজের নয়,অন্যজনার।
তুমি দেখেছো কখনো,
সূর্যতাপে জলের স্নানদৃশ্য,
পাখি করছে চাকরিটা আর মানুষ উড়ছে আকাশে!!
দেখনি তো!
কবিরা দেখছে প্রতিদিনই,
জল দিয়ে যারা আগুন জ্বালায় তারাই কবি,
অক্ষর দিয়ে আঁকে ছবি,
তারাই কবি।
তুমি বলেছো কখনো,
ভীষণ দূরে মরিচীকা ধরে সূর্যের সাথে কথা,
বলোনি তো!!
কবিরা বলছে প্রতিদিনই,
যারা কলম দিয়ে যুদ্ধ আঁকে খাতার পাতায়,
কলমের সাথে কথা বলে,
তারাই কবি।
তাই কবিদেরও হয় জন্মদিন,
কল্পনা নয় বাস্তবে বার্থ ডে,
কবতারও হয় জন্মদিন,
তাই কবিতারা আজ জন্মে জন্মে এক।
চঞ্চল ভট্টাচার্য
তুমি গেছো কি কখনো
ওই দূরে সেই তারা'দের বাড়ি
অন্ধকারে,
নিদ্রা অগভীরে!!
যাওনি তো!!
কবিরা যাচ্ছে প্রতিদিনই,
না ঘুমিয়ে যারা স্বপ্নে ভাসে তারাই কবি,
আয়নায় দেখে প্রতিচ্ছবি,
নিজের নয়,অন্যজনার।
তুমি দেখেছো কখনো,
সূর্যতাপে জলের স্নানদৃশ্য,
পাখি করছে চাকরিটা আর মানুষ উড়ছে আকাশে!!
দেখনি তো!
কবিরা দেখছে প্রতিদিনই,
জল দিয়ে যারা আগুন জ্বালায় তারাই কবি,
অক্ষর দিয়ে আঁকে ছবি,
তারাই কবি।
তুমি বলেছো কখনো,
ভীষণ দূরে মরিচীকা ধরে সূর্যের সাথে কথা,
বলোনি তো!!
কবিরা বলছে প্রতিদিনই,
যারা কলম দিয়ে যুদ্ধ আঁকে খাতার পাতায়,
কলমের সাথে কথা বলে,
তারাই কবি।
তাই কবিদেরও হয় জন্মদিন,
কল্পনা নয় বাস্তবে বার্থ ডে,
কবতারও হয় জন্মদিন,
তাই কবিতারা আজ জন্মে জন্মে এক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন