ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

মঙ্গল অভিযান

নারায়ণ প্রসাদ জানা

ক্ষুধাতুর পেট ,শূন্য ভাতের থালা
পাঁজরের হাড় সব প্রকট ভীষণ,
জঠরের আগুন লেগেছে লাল গ্ৰহে,
সসাগরা কুন্ডির সাধজাগে ছুঁয়ে দেখার
যুদ্ধের দেবতাকে একবার।
মহাশূন‍্যের গ্ৰহ উপগ্ৰহদের
দেবতা করেছে শ‍্যামার সন্তানদল ।
সংসার পারাবারে,অযুত-নিযুত শিব ধূলোধূসরিত,
অবহেলায় যায় গড়াগড়ি জীবদেহে ,
তেজভূর্ষী পূর্ণ খোলা আকাশের নীচে
দেশ থেকে দেশান্তরে-রিফিউজীর বেশে।
বিস্ময়ে ঊর্ধ্বপানে দেখে চেয়ে ,ছুটে চলা গ্ৰহদের দল,
নিয়ন্ত্রণ করেছে তাদের ভাগ্যের লিখন,
নিরশন-জিগীষা-জিঘাংসায় পরিপূর্ণ নরলোক,
তবুও দুরন্ত আশা বুকেনিয়ে ছুটে চলা
বিজ্ঞানের জয়রথে চেপে ভিনগ্ৰহে,
অভুঞ্জিত রয় পড়ে ভবলোকে ,স্বার্থ -দ্বন্দ্ব আর ভোগ-হলাহল।
শূন্য ভাতের থালা -শূন্য জঠর -শূন্য মহাকাশ,
সর্বংসহা ছেড়ে সাধজাগে ,ভিনগ্ৰহে ঘর বাঁধবার।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন