নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮


বয়ঃসন্ধির দাগ
কৌশিক চক্রবর্ত্তী

আমি এখনো রাস্তায় শুয়ে আছি
বুকের উপর দিয়ে বয়ে যাচ্ছে বুলডোজার
আমিও ক্রমশ অন্ধত্ব থেকে ফিরে আসছি আসক্তির কাছে...

যারা চিরকাল মানুষ সেজেছে,
সারা শরীরে আবর্জনা লাগিয়ে
তরতরিয়ে উঠে গেছে মন্দিরের ছাদে...
আমি আর তাদের দলে নেই...

যদি পারো তবে আমার দুচোখে বুলডোজার চালাও
আমিও দেখে নিই ঈশ্বর হতে গেলে আর কত ধুলো মাখতে হয়;

আমি এখনো রাস্তাতেই শুয়ে আছি
বুলডোজার সরে গেছে-
এখন শুধু আমার চওড়া গালে স্পষ্ট লেগে রয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন