ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

জোড়া শালিক
----------সুহৃদ মণ্ডল


# বহু দূরে মৃত্যু আঘাতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে নির্জীব কঙ্কালসার​ দেহ,
খুব সযত্নে অকাল বোধন হয়েছে তার;
মিলনরতা শালিকের উন্মুক্ত আশ্রয়!
একের অশুভে অন‍্যের কামনা,
যেন খোদিত হওয়া সংরক্ষিত জীবাশ্ম;
এক ফোঁটা বৃষ্টি পেয়ে, সন্তর্পনে উঁকি দিল এক প্রাণ, একদিকে খয়ে যাওয়া অবলম্বন, অপর পাশে আকাশ ছোঁয়ার​ স্বপ্ন; সে কি পরবে আর একটু এগিয়ে যেতে?
পরিপূরক কি পরিপূর্ণতা দেবে!
নাকি সেও অনিষ্টের বিচারাধীন হবে,
সে হয়ত মুমুর্ষ কন্ঠে বলবে, শেষ হয়েও ফিরবো তোমার সাথে জীবনের হাত ধরে;
দুটি স্তর বিচ্ছিন্ন, অবিচ্ছেদ্য হওয়ার প্রয়াস জোড়া শালিকের মতো;
তারাও চায় টিকে থাকতে দুই মেরু হয়ে,
জীবন-মৃত‍্যুর সম্পর্ক বেঁচে থাকুক, তাদের বেড়ে ওঠার কাহিনীতে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন